Connect with us

ইংল্যান্ড-আয়ারল্যান্ড সিরিজ

অ্যান্ডারসন-রবিনসনদের চোটে ইংল্যান্ড দলে নতুন পেসার


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ইংল্যান্ডের স্কোয়াড ঘোষণা হয়েছে আগেই। তবে দুই পেসার জেমস অ্যান্ডারসন ও ওলি রবিনসনের চোটের কারণে ইংল্যান্ডের স্কোয়াডে যুক্ত করা হয়েছে ডানহাতি পেসার জশ টাংকে।

আগামী ১ জুন শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের একমাত্র টেস্ট। বেশ কিছুদিন ধরেই ইংল্যান্ডের টেস্ট দলের রাডারে ছিলেন টাং। ইংল্যান্ড লায়ন্সের হয়ে গত ফেব্রুয়ারিতে তিনি শ্রীলঙ্কা সফরও করেছেন। সেই সফরের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩৪ রানে ৫ উইকেট নেন টাং।


এরপর দ্বিতীয় ইনিংসে ৭৭ রান দিয়ে আরও তিন উইকেট নেন তিনি শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে। চলতি মৌসুমে ১১ উইকেট নিয়েছেন তিনি। সাসেক্সের হয়ে একটি ম্যাচে স্টিভ স্মিথকেও আউট করেছিলেন তিনি। এই অজি ব্যাটারকে এলবিডব্লিউ করেছিলেন ব্যক্তিগত ৩০ রানে।


তার বোলিংয়ের বিশেষত্ব হলো গতি আছে প্রচুর, এমনকি প্রয়োজনে বাউন্সও দিতে পারেন তিনি। অ্যান্ডারসন, রবিনসন ও মার্ক উডদের সঙ্গে তার বোলিংও আয়ারল্যান্ডের জন্য হুমকি হতে পারে আসন্ন টেস্টে। 

টাংকে দলে নিয়ে ইংল্যান্ডের নির্বাচক লুক রাইট বলেছেন, 'আমরা বেশ কিছুদিন ধরে জশকে চোখে চোখে রাখছিলাম এবং টেস্ট দলে সে ডাক পাওয়ার যোগ্য। এটা দারুণ অভিজ্ঞতা হবে তার বুঝতে এবং বেন স্টোকস ও ব্রেন্ডন ম্যাককালামের অধীনে পরিবেশ বুঝতে সাহায্য করবে।'

জশকে শুভকামনা জানিয়ে তিনি বলেন, 'খেলোয়াড়দের তৈরি রাখা এবং কাজে লাগানোটা গুরুত্বপূর্ণ এবং সামনে আমাদের টেস্ট ক্রিকেটের লম্বা একটি মৌসুম রয়েছে। আমাদের এই সময় স্কোয়াডের গভীরতা বাড়াতে হবে। আমরা মৌসুমের প্রথম ম্যাচে জশের এবং বাকি স্কোয়াডের বাকি জন্য শুভকামনা জানাচ্ছি।'

সর্বশেষ

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

এশিয়ান গেমসে নেমেই জায়সাওয়ালের সেঞ্চুরি, লড়ে হারল নেপাল

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

এমসিসি'র ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির নতুন সভাপতি সাঙ্গাকারা

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

শান্ত-মিরাজের দিকে চোখ রাখতে বলছেন হার্শা

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

নেদারল্যান্ডসের বিপক্ষেও হারতে পারে পাকিস্তান: নাসের

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

শুধু বিশ্বকাপেই সীমাবদ্ধ থাকুক ওয়ানডে ক্রিকেট, চাওয়া এমসিসি সভাপতির

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ডি কক-রাবাদাদের ‘চোকার’ তকমা ঘুচানোর আরেকটি মিশন

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ভারতের মেরুদণ্ড গিল-কোহলি, হবে কী ২০১১ এর পুনরাবৃত্তি?

২ অক্টোবর, সোমবার, ২০২৩

প্রথম ম্যাচে খেলার জন্য ‘শতভাগ ফিট’ সাকিব

২ অক্টোবর, সোমবার, ২০২৩

অলরাউন্ডাররাই ভরসা অস্ট্রেলিয়ার, লক্ষ্য ষষ্ঠ শিরোপার

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ফিল্ডিংয়ে হতাশা দিয়ে প্রস্তুতি শেষ বাংলাদেশের

আর্কাইভ

বিজ্ঞাপন