promotional_ad

এশিয়া কাপ শ্রীলঙ্কায় হওয়ার সুযোগই বেশি: পাপন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এশিয়া কাপ নিয়ে ধোঁয়াশা কাটছে না। আজ হাইব্রিড মডেলে তো কাল এশিয়া কাপ বয়কটের ডাক দিচ্ছে আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে আশা কথা শোনালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চেয়ারম্যান নাজমুল হাসান পাপন। 


তিনি শ্রীলঙ্কাতেই এশিয়া কাপ হওয়ার বেশি সম্ভাবনা দেখছেন। শুরুতে রাজি হলেও হাইব্রিড মডেল বা দুই দেশে এশিয়া আয়োজনের বিরোধিতা করেছে ভারত। ফলে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট আসরকে ঘিরেই অনিশ্চয়তা তৈরি হয়েছে। 


promotional_ad

পাকিস্তানের পরিকল্পনা ছিল ভারতের খেলাগুলো অন্য এক দেশে আয়োজন করে বাকি অংশ পাকিস্তানে আয়োজনের। এমনটা হলে পাকিস্তানের সঙ্গে এশিয়া কাপের ভেন্যু হিসেবে থাকত সংযু??্ত আরব আমিরাত। কিন্তু এই গরমের মধ্যে আরব আমিরাতে গিয়ে খেলতে রাজি নয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা।


পাপন বেশ জোর দিয়েই জানিয়েছেন এশিয়া কাপ হবেই। সেটা হাইব্রিড বা অন্য কোনো দেশে যেভাবেই হোক। এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে তারা এমনটাই ইঙ্গিত পেয়েছেন। ভেন্যু হিসেবে বাংলাদেশকেও প্রস্তাব দেয়া হয়েছিল। তবে বৃষ্টির মৌসুমের কারণে তা নাকচ করে দিয়েছেন তারা।


পাপন বলেন, 'এশিয়া কাপের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত এসিসি থেকে আমাদের জানানো হয়নি, তবে হবে। কোথায় হবে সেটা বলা মুশকিল। আমার জানা মতে, দুইটা অপশন আছে। একটা হলো হাইব্রিড মডেল। আরেকটা হলো একটি দেশেই। হাইব্রিড মডেল হলে সেটা হবে পাকিস্তান ও আরব আমিরাতে। আর সিঙ্গেল দেশ হলে এটা যে কোনো দেশই হতে পারে। তবে খুব সম্ভব, সুযোগ বেশি শ্রীলঙ্কার। বাংলাদেশকেও প্রস্তাব করা হয়েছিল। কিন্তু বাংলাদেশে ওই সময় যেহেতু বৃষ্টি থাকবে।'


বিশ্বকাপকে সামনে রেখে ওয়ানডে ফরম্যাটে হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটে হলেও এই টুর্নামেন্ট আয়োজনে আগ্রহ দেখাত বিসিবি। এমনটাই জানিয়েছেন পাপন। তিনি বলেন, 'আর খেলা হবে ওয়ানডে, টি-টোয়েন্টি হলে আমরা একটা সুযোগ নিতে পারতাম। ওয়ানডেতে আমার মনে হয়, ওই সময়টায় খেলানো সম্ভব হবে না। সেজন্য আমাদেরকে যখন প্রস্তাব দেওয়া হয়েছিল, আমরা বলেছি, ওই সময়টায় সম্ভব না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball