বিশ্বকাপ

বিশ্বকাপ দলে নাইম-বিজয়রাও আসতে পারে: পাপন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:34 বৃহস্পতিবার, 18 মে, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

ঘনিয়ে আসছে বিশ্বকাপের দিনক্ষণ। গত এক বছর ধরেই বাংলাদেশ দল নিয়ে করা হয়েছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। দুই একটি জায়গা বাদে বিশ্বকাপের দল প্রায় চূড়ান্ত হয়ে গেছে। এর মধ্যে ৬-৭ জনের জায়গা একেবারেই নিশ্চিত।

তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তোহিদ হৃদয়, মুশফিকুর রহিম, সাকিব আল হাসানরা তো থাকছেনই। বিশ্বকাপের দলে যুক্ত হতে পারেন নাইম শেখ ও এনামুল হক বিজয়ের মতো ক্রিকেটার। এমনটাই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'আমাকে যদি জিজ্ঞেস করেন তামিম, লিটন, শান্ত, হৃদয়, মুশফিক, সাকিব। এই ছয়জনের মধ্যে কাউকে তো আপনারা বাদ দিবেন বলে মনে হয় না। ওপেনিংয়ে নাইম শেখ ও বিজয় তারাও ভালো পারফর্ম করছে, তারাও আসতে পারে। কী আসবে আমি জানি না। আমার পর্যবেক্ষণ বলছিল। আমার ধারণা ওপেনিংয়ে (বাড়তি) একজনকে তারা নিবে। ইনজুরির জন্য ব্যাকআপ লাগবে।'

বিশ্বকাপে বাংলাদেশ তিন পেসার খেলাবে সেতা নিশ্চিত করে দিয়েছেন পাপন। পেস বোলিং আক্রমণে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ রয়েছে। এর মধ্যে থেকে যে কেউ মূল একাদশে থাকতে পারেন। তিন স্পিনারকে বিবেচনায় নিলে মেহেদী হাসান মিরাজ প্রথম পছন্দ হতে পারে বলে মনে করেন তিনি।

পাপনের ভাষ্য, 'আমার ধারণা তিনটা পেসার খেলবে নিশ্চিত। সাকিব যদি খেলে একটা স্পিনার খেলবে। পাঁচটা বোলার ছাড়া তো বিশ্বকাপের খেলবেন না। হাসান আছে, তাসকিন, শরিফুল, ইবাদত,মোস্তাফিজ আছে। যে কেউ খেলতে পারে। চারজন পেসারও খেলতে পারে। যদি তিনজন স্পিনার নিয়ে খেলে তাহলে মানে ছয়টা বোলার নিয়ে খেলতে চায় তাহলে বাড়তি স্পিনার লাগবে। বাড়তি থাকে একটা জায়গা সেখানে আছে মেহেদী হাসান মিরাজ। আমার মনে হয় না কেউ বলবে মিরাজকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেয়া উচিত।'

বেশ কয়েকটি সিরিজ ধরেই দলের সঙ্গে আছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। তবে একাদশে সুযোগ পাচ্ছেন না নিয়মিত। ৫ বোলার খেলালে বাড়তি ব্যাটার হিসেবে খেলতে পারেন এই মিডল অর্ডার ব্যাটার। মূল স্কোয়াডে বিবেচনায় থাকতে পারেন দলের বাইরে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ও মোসাদ্দেক হোসেনদের কেউ।

সেই ইঙ্গিত দিয়ে পাপন বলেন, 'কোন কারণে পাঁচ বোলার নিয়ে খেললে একটা সুযোগ আসে একজন বাড়তি ব্যাটার খেলানোর। ওখানে এখন স্কোয়াডে আছে রাব্বি। স্কোয়াডে নাই কিন্তু যেকোনো সময় ঢুকতে পারে আফিফ, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক। যদি আমি পাঁচ বোলার নিয়ে খেলি কোন কারণে একটা বোলার চোটে পড়লে ম্যাচে মধ্যে তাহলে বলটা করবে কে। এজন্য অলরাউন্ডার পেলে ভালো হয়। আল্টিমেটলি নান্নু কি করবে আমি জানি না, আমার কথা বলছি।'