আইসিসি র‍্যাঙ্কিং

র‍্যাঙ্কিংয়ে কোহলি-ডি ককদের ছাড়িয়ে গেলেন টেক্টর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:59 বুধবার, 17 মে, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে অসাধারণ খেলেছেন হ্যারি টেক্টর। দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তিনি। আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বিরাট কোহলি-কুইন্টন ডি ককদের টপকে সেরা সাতে উঠে এসেছেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ড ২-০ ব্যবধানে সিরিজে হারলেও পুরো সময়টা দারুণ খেলেছেন টেক্টর। তিন ওয়ানডে ম্যাচে যথাক্রমে ২১*, ১৪০ এবং ৪৫ রানের ইনিংস খেলেন তিনি। আর তাতেই ডি কক এবং কোহলিকে টপকে সপ্তম স্থানে জায়গা করে নিয়েছেন এই ব্যাটার।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে ৬০ রানের ইনিংস খেলেন পল স্টার্লিং। এমন ইনিংসে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে ১৯তম স্থানে এসেছেন আইরিশ এই ওপেনার।

এই সিরিজে ৪২ এবং ৫৩ রানের দুটি কার্যকরী ইনিংস খেলেছিলেন অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ৪৩তম স্থানে এসেছেন তিনি।

এই সিরিজে একটি হাফ সেঞ্চুরি আছে তামিম ইকবালের। তৃতীয় ওয়ানডে ৬৯ রানের একটি ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল। এই ইনিংসে এক ধাপ এগিয়ে ২৫তম স্থানে উঠে এসেছেন তিনি।

এদিকে এই সিরিজের পর বোলারদের র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন মার্ক অ্যাডায়ার। ১৮ধাপ এগিয়ে ৩১তম স্থানে উঠে এসেছেন এই পেসার। ২৭ বছর বয়সী এই পেসার তিন ম্যাচে নিয়েছেন সাতটি উইকেট।