বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি চূড়ান্ত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:40 বুধবার, 17 মে, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশের বিপক্ষে পূর্নাঙ্গ সিরিজ খেলতে আসছে আফগানিস্তান। যদিও এই সিরিজটি দুই ভাগে খেলবে আফগানরা। একমাত্র টেস্ট খেলতে আগামী ১০ জুন বাংলাদেশে পা রাখবে রশিদ খান-মোহাম্মদ নবিরা। 

মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে ১৪ জুন থেকে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচ। এরপর ১৯ জুন বাংলাদেশ থেকেই ভারত সফরে যাবে। ভারতের বিপক্ষে সিরিজ শেষে ১ জুলাই আবারও বাংলাদেশে আসবে তারা।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিনটি ওয়ানডে ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। ম্যাচগুলো হবে যথাক্রমে ৫, ৮ ও ১১ জুলাই। এরপর দুই দলই টি-টোয়েন্টি খেলতে সিলেটে যাবে।

সেখানে টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ হবে যথাক্রমে ১৪ ও ১৬ জুলাই। কদিন আগেই আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ।

আয়ারল্যান্ড সফর শেষে বাংলাদেশ দলের বেশিরভাগ ক্রিকেটারই দেশে ফিরেছেন। অনেকেই ছুটি কাটাতে ইংল্যান্ডে থেকে গেছেন। ক্রিকবাজ জানিয়েছে আগামী ২৫-২৬ মে থেকে শুরু হতে পারে বাংলাদেশ দলের আফগানিস্তান সিরিজের ক্যাম্প।

এদিকে আফগানিস্তান দলের বেশ কয়েকজন ক্রিকেটার ব্যস্ত আছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। আইপিএল শেষেই তারা শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে যাবে। এরপরই বাংলাদেশ সিরিজের প্রস্তুতি নেবে তারা।