Connect with us

আফগানিস্তান- পাকিস্তান সিরিজ

এক সিরিজ পর আফগান দলে ফিরলেন নবি


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

মাঝের এক সিরিজ বাইরে থাকার পরে পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরছেন মোহাম্মদ নবি। যদিও তিন ম্যাচের এই সিরিজে দলে জায়গা হয়নি রহমত শাহ এবং হযরতউল্লাহ জাজাই।

গত মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলেছিল আফগানরা। সেই দলে ছিলেন না নবি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আফগানিস্তানের নেতৃত্ব ছাড়েন তিনি। এরপর টি-টোয়েন্টি দল থেকে জায়গাও হারান তিনি।


যদিও এবার তাকে ফেরাল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। শেষবার জাতীয় দলের হয়ে গত বছরের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছিলেন নবি।


গেল মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলা সিরিজের দল থেকে এই দলে আরও কিছু পরিবর্তন আছে। সেই দলটিতে থাকা নিজাত মাসুদ ও জহির খান এবার আছেন দলটির রিজার্ভ তালিকায়।

এদিকে তিন ম্যাচের সিরিজে আফগানিস্তানের নতুন মুখ বাঁহাতি ব্যাটসম্যান সেদিকউল্লাহ আতাল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৪, ২৬ ও ২৭ মার্চ হবে এই তিনটি ম্যাচ।

গত সপ্তাহে পাকিস্তানও এই সিরিজের দল ঘোষণা করেছে। দলটি বিশ্রাম দিয়েছে নিয়মিত অধিনায়ক বাবর আজমকে। এ ছাড়াও মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও ফখর জামানের মতো ক্রিকেটাররাও থাকবেন না সেই সিরিজে। দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার শাদাব খান।

আফগানিস্তান স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, উসমান গনি, সেদিকউল্লাহ আতাল, নাজিবউল্লাহ জাদরান, আফসার জাজাই, করিম জানাত, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, শরাফউদ্দিন আশরাফ, নুর আহমাদ, মুজিব উর রহমান, ফরিদ আহমাদ, ফজল হক ফারুকি, নাভিন-উল-হক।

 

সর্বশেষ

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

এ নিয়ে তিনটি বিশ্বকাপে খেলিনি, অভ্যাস হয়ে গেছে: চাহাল

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

এটাই আমার শেষ বিশ্বকাপ: অশ্বিন

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

বিশ্বকাপে পাঁচ পেসারের দিকে চোখ থাকবে স্টেইনের

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলে তারার মেলা

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

‘দেশের সম্মানটা যেন বজায় থাকে’, বাংলাদেশ দলের উদ্দেশে প্রধানমন্ত্রী

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

তামিম-মুশফিকদের গড় ৪০ এর নিচে, সমালোচনায় আকাশ চোপড়া

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

পাকিস্তানকে সেমিফাইনালে দেখছেন না যুবরাজ

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

বাংলাদেশ সেমিফাইনাল খেললে সেটা ‘মিরাকেল’ হবে: আকাশ

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

প্যাভিলিয়ন এন্ডের নাম বদলে ‘স্টুয়ার্ট ব্রড এন্ড’ রাখল ট্রেন্ট ব্রিজ

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

ফিরেই উইলিয়ামসনের ফিফটি, ৩৪৫ রান করেও হারল পাকিস্তান

আর্কাইভ

বিজ্ঞাপন