Connect with us

আইপিএল

আইপিএল ধারাভাষ্যে অভিষেক হচ্ছে ক্যালিস-ফিঞ্চের


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী ৩১ মার্চ শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে আইপিএলের ধারাভাষ্যকারদের নাম। প্রথমবারের মতো এবারের আইপিএলে ধারাভাষ্য দিতে দেখা যাবে জ্যাক ক্যালিস এবং অ্যারন ফিঞ্চকে।

ভারত এবং অস্ট্রেলিয়ার চলমান ওয়ানডে সিরিজে ধারাভাষ্য দিচ্ছেন কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার ওয়ানডে থেকে অবসর নেয়া ফিঞ্চ। এবার 'মিলিয়ন ডলার টুর্নামেন্ট' খ্যাত আইপিএলেও ধারাভাষ্য দেবেন তিনি।

এদিকে খেলোয়াড়ি জীবনের শেষ দিকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন ক্যালিস। এরপর দলটির কোচও হয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে এবারই প্রথম আইপিএলে ধারাভাষ্যকার হিসেবে নাম লেখাবেন এই সাউথ আফ্রিকান।

ফিঞ্চ, ক্যালিস ছাড়াও আইপিএলে ধারাভাষ্য দিতে দেখা যাবে সুনীল গাভাস্কার, কেভিন পিটারসেন, ড্যানি মরিসন, ডেভিড হাসি, ইমরান তাহির, ম্যাথু হেইডেন এবং পল কলিংউডকে। এ ছাড়া টম মুডি, ড্যানিয়েল ভেটরি এবং সাইমন ক্যাটিচের মতো আইপিএলের সাবেক কোচদের এবার দেখা যাবে ধারাভাষ্য কক্ষে।



আইপিএলের ধারাভাষ্য কক্ষে এবার অভিষেক হতে যাচ্ছে ইউসুফ পাঠানেরও। তবে ইংরেজি নয়, হিন্দি ভাষায় ধারাভাষ্য দিতে দেখা যাবে সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের সাবেক এই ক্রিকেটারকে।

হিন্দি ধারাভাষ্যে অভিষেক হতে যাচ্ছে চেন্নাই সুপার কিংসের সাবেক ওপেনার মুরালি বিজয়েরও। হিন্দিতে তাদের সঙ্গে ধারাভাষ্য দেবেন বিরেন্দর শেবাগ, হরভজন সিং, ইরফান পাঠান, সঞ্জয় মাঞ্জরেকার, লক্ষ্মীপতি বালাজি এবং এস রমেশরা।

সর্বশেষ

২ জুন, শুক্রবার, ২০২৩

ওয়েস্ট ইন্ডিজ দলে স্যামির সহকারী রেইফার-ফ্র্যাঙ্কলিন

২ জুন, শুক্রবার, ২০২৩

ব্রডের ৫ উইকেটের পর ক্রলি-ডাকেটের দৃঢ়তা

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

বাংলাদেশ নারী দলের ফিজিক্যাল পারফরম্যান্স কোচ ডুরান্ট

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

চন্দরপলের দুর্দান্ত ব্যাটিং, বাংলাদেশের ম্যাচ বাঁচানোর লড়াই

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

পাকিস্তানকে ছাড়াই এশিয়া কাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে এসিসি

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

আইপিএলেও ডিউক বলে প্রস্তুতি নিয়েছেন কোহলি-অক্ষররা

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

বাংলাদেশ বিশ্বকাপ জেতার জন্যই খেলবে: পোথাস

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরামর্শক ল্যান্স ক্লুজনার

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

হাঁটুতে অস্ত্রোপচার প্রয়োজন ধোনির

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ২ ম্যাচে নেই রশিদ

আর্কাইভ

বিজ্ঞাপন