Connect with us

সাউথ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

বাভুমার ১৭১, রানের পাহাড় গড়ছে প্রোটিয়ারা


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

জোহানেসবার্গ টেস্টে তিনদিনেই রানের পাহাড় গড়েছে সাউথ আফ্রিকা। প্রথম ইনিংসে ৩২০ রানের পর ওয়েস্ট ইন্ডিজকে ২৫১ রানে গুটিয়ে দিয়েছিল প্রোটিয়ারা। দ্বিতীয় ইনিংসেও তারা দারুণ ব্যাটিং করছে। তারা তৃতীয় দিন শেষ করেছে ৭ উইকেটে ২৮৭ রান নিয়ে।

এরই মধ্যে সাউথ আফ্রিকার লিড দাঁড়িয়েছে ৩৫৬ রানে। সেঞ্চুরি তুলে নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। তিনি অপরাজিত আছেন ২৭৫ বলে ১৭১ রানের ইনিংস খেলে। চতুর্থ দিনে ব্যাটিংয়ের এই ধাঁর ধরে রাখতে পারলে পেতে পারেন ডাবল সেঞ্চুরিও।

তার সঙ্গী হিসেবে আছেন কেশভ মহারাজ। তিনি ৩ রান করে অপরাজিত আছেন। আগেরদিন বিনা উইকেটে ৪ রান নিয়ে দিন শেষ করেছিল সাউথ আফ্রিকা। এইডেন মার্করাম ১ ও ডিন এলগার ৩ রান করে অপরাজিত ছিলেন। তৃতীয় দিনে শুরুতেই এলগারের উইকেট হারিয়েছে প্রোটিয়ারা।

এই ওপেনার মাত্র ৫ রান করে আউট হয়েছেন। টনি ডি জর্জি আউট হয়েছেন এক রান করে। মাত্র ৮ রানে ২ উইকেট হারানোর পর অনেকেই সাউথ আফ্রিকার সামনে শঙ্কা দেখেছিলেন। এই শঙ্কা আরও ঘনীভূত হয়েছিল দলীয় ৩২ রানে মার্করাম (১৮) ফিরে গেলে। 



এরপর রায়ান রিকেলটনও (১০) বেশিক্ষণ টিকতে পারেননি। তখন থেকেই একপ্রান্ত আগলে রেখে খেলেছেন বাভুমা। হ্যানরিক ক্লাসেন আউট হন ১৪ রানে। ষষ্ঠ উইকেটে উইয়ান মুল্ডারকে নিয়ে ১০৩ রানের জুটি গড়ে সাউথ আফ্রিকার লড়াইয়ের পুঁজি নিশ্চিত করেছেন বাভুমা।

মুল্ডারকে নিয়েই ১৯২ বলে তিন অঙ্কে পৌঁছান প্রোটিয়া অধিনায়ক। শতরানের জুটির পর মুল্ডার আউট হয়েছেন৪২ রান করে। এরপর আবারও চাপে পড়ে প্রোটিয়ারা। লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে ব্যক্তিগত দেড়শোতে পৌঁছাতে বাভুমার লেগেছে ২৫৪ বল।

সাইমন হার্মার তাকে ভালোই সঙ্গ দিচ্ছিলেন। কিন্তু জেসন হোল্ডারের বলে ১৯ রান করে তিনি ফিরে গেলে অল আউট হওয়ার শঙ্কা জাগে। অবশ্য শেষ পর্যন্ত মহারাজকে নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে আসেন বাভুমা।

সর্বশেষ

৭ জুন, বুধবার, ২০২৩

বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ বিসিবি

৭ জুন, বুধবার, ২০২৩

ফ্র্যাঞ্চাইজিদের প্রস্তাব ফিরিয়ে দিতে খারাপও লাগে তাসকিনের

৭ জুন, বুধবার, ২০২৩

বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে ফিরলেন ব্রড

৭ জুন, বুধবার, ২০২৩

১৬ ওভারে ওয়ানডে ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করল শ্রীলঙ্কা

৭ জুন, বুধবার, ২০২৩

রশিদকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের টেস্ট দল

৭ জুন, বুধবার, ২০২৩

যেখানে ব্যাটিং করি সেখানে নিজের বলতে কিছু থাকে না: মোসাদ্দেক

৭ জুন, বুধবার, ২০২৩

অবসর ভেঙে অ্যাশেজে মঈন

৭ জুন, বুধবার, ২০২৩

কিং-চার্লসের ঝড়ে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

৭ জুন, বুধবার, ২০২৩

এফটিপির বাইরে বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলতে চায় ইংল্যান্ড!

৭ জুন, বুধবার, ২০২৩

১০ বছর ধরে ট্রফিহীন ভারত, দ্রাবিড় বলছেন চাপ নেই

আর্কাইভ

বিজ্ঞাপন