Connect with us

অস্ট্রেলিয়া ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ফিঞ্চের অবসর


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অ্যারন ফিঞ্চ। ৩৬ বছর বয়সী এই ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটের রোমাঞ্চের ধকল আর যেন নিতেই পারছেন না। এ কারণেই অবসরে গেছেন তিনি। অবশ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়মিতই চালিয়ে যাবেন ফিঞ্চ।

২০০৭ সাল থেকে প্রথম শ্রেণির ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছিলেন ফিঞ্চ। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছেন ২০১১ সালে। সবমিলিয়ে ১৬ বছর পেশাদার ক্রিকেট খেলছেন তিনি। ক্যারিয়ারের শেষভাগে পান সীমিত ওভারের ক্রিকেটের নেতৃত্ব।

৫৫টি ওয়ানডে ম্যাচে অধিনায়কত্ব করার পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়াকে সবচেয়ে বেশি সময় ধরে নেতৃত্ব দিয়েছেন তিনি। এ সময় ৭৬টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪০টি ম্যাচ জিতিয়েছেন ফিঞ্চ। ২০২১ সালে এই সংস্করণে অস্ট্রেলিয়াকে একমাত্র শিরোপাটিও জিতিয়েছেন ফিঞ্চ।

গত বছরের সেপ্টেম্বরে অবশ্য ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ফিঞ্চ। এবার বিদায় নিলেন টি-টোয়েন্টি থেকেও। তবে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের দল মেলবোর্ন রেনেগেডসের সঙ্গে আরও এক বছরের চুক্তি বাড়িয়েছেন ফিঞ্চ।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে অবসরের ঘোষণা দিতে গিয়ে ফিঞ্চ বলেছেন, ‘আমি বিগ ব্যাশটা খেলতে চেয়েছি এবং এরপর ভেবে দেখতে চেয়েছি। বিগ ব্যাশের একটি ম্যাচের পর আমার শরীরে ব্যথা হচ্ছিল। এটা ঠিক হতে দুই দিন সময় লেগেছে। (মেলবোর্ন রেনেগেডসের কোচ) ম্যাকডোনাল্ড আমাকে বলেছেন, সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নাও, বিষয়টি নিয়ে ভাবো। এটা আবেগী কোনো বিষয় নয়।’

‘আমি বিষয়টি নিয়ে অনেক ভেবেছি। সবাই এখন ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভাবছে আর প্রস্তুতি নিচ্ছে। নিজেকে আমি সেখানে দেখতে পাচ্ছি না। ১২ বছর খেলতে পারার জন্য আমি নিজেকে চরম ভাগ্যবান মনে করি। আমি মনে করি, দল এখন খুব ভালো অবস্থায় আছে। এখন আমি চলে যেতে পারি।’

আন্তর্জাতিক ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার হয়ে ১৪৬টি ওয়ানডে, ১০৩টি টি-টোয়েন্টি এবং পাঁচটি টেস্ট খেলেছেন ফিঞ্চ। এর মধ্যে উল্লেখযোগ্য পারফরম্যান্স করেছেন টি-টোয়েন্টি ক্রিকেটেই। ১০৩ ম্যাচে তার ব্যাটে আসে তিন হাজার ১২০ রান। এতগুলো ম্যাচও কোনো অস্ট্রেলিয়ান খেলেননি, এতো রানও কোনো অজি ব্যাটার করতে পারেননি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের ব্যক্তিগত ইনিংসটিও ফিঞ্চ খেলেছেন। ২০১৮ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৭৬ বলে ১৭২ রান করেছিলেন তিনি।

সর্বশেষ

২৩ মার্চ, বৃহস্পতিবার, ২০২৩

ভারতকে সিরিজ হারিয়ে ওয়ানডেতে শীর্ষে অস্ট্রেলিয়া

২২ মার্চ, বুধবার, ২০২৩

হ্যাটট্রিক ডাকে শচীনের পাশে সূর্যকুমার

২২ মার্চ, বুধবার, ২০২৩

আলাউদ্দিনের হ্যাটট্রিকের দিনে ব্যাটিংয়ে রঙ ছড়ালেন আকবর-এনামুল

২২ মার্চ, বুধবার, ২০২৩

আইপিএলে টসের পর একাদশ ঠিক করবেন ধোনি-রোহিতরা

২২ মার্চ, বুধবার, ২০২৩

মার্শালের সেঞ্চুরি, ইলিয়াসের পাঁচ উইকেটে অগ্রণী ব্যাংকের বড় জয়

২২ মার্চ, বুধবার, ২০২৩

রিশাদের চ্যালেঞ্জ সুযোগ কাজে লাগানোর, জাকেরের প্রমাণের

২২ মার্চ, বুধবার, ২০২৩

নাঈমের ঝড়ো সেঞ্চুরিতে হেসেখেলে জিতল আবাহনী

২২ মার্চ, বুধবার, ২০২৩

বাহবা নিতে আসিনি, ইম্প্যাক্ট তৈরি করতে এসেছি: ডোনাল্ড

২২ মার্চ, বুধবার, ২০২৩

রেকর্ড সেঞ্চুরিতে ৪ ধাপ এগোলেন মুশফিক

২২ মার্চ, বুধবার, ২০২৩

আফিফ-তানভিরদের চোখে চোখে রাখবেন নান্নু

আর্কাইভ

বিজ্ঞাপন