promotional_ad

কুমিল্লার হয়ে খেলতে আসছেন নারিন-রাসেল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে শুরুটা ভালো ছিল না কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। তারা প্রথম তিন ম্যাচেই হেরেছিল। অনেকেই দলটির এপিটাফও লিখে ফেলেছিলেন।


যদিও সবার ধারণাকে ভুল প্রমাণ করে টানা ৭ ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করেছে ইমরুল কায়েসের দল। অবশ্য প্লে অফের আগে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার চলে যাওয়ায় বিপাকে পড়েছিল দলটি।


promotional_ad

সেই শূন্যতা পূরণে এবার তারা দলে ভিড়িয়েছে দুই ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন ও আন্দ্রে রাসেলকে। সেই সঙ্গে আরও বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে তাদের কথা চলছে বলে জানিয়েছে দলটির সূত্র।


কুমিল্লা দলে ছিলেন পাঁচজন পাকিস্তানি ক্রিকেটার। এর মধ্যে একাদশে নিয়মিত খেলেছেন মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ ও নাসিম শাহ। দলে থাকলেও নিয়মিত খেলার সুযোগ পাননি হাসান আলী ও আবরার আহমেদ।


তাদের সবাই ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে বাংলাদেশ ছেড়েছেন। তারা চলে গেলেও কুমিল্লা দলের সঙ্গে আছেন ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটার জনসন চার্লস ও চ্যাডউইক ওয়ালটন।


তারা বিপিএলের শেষ পর্যন্ত থাকবেন বলেই আশাবাদী কুমিল্লার টিম ম্যানেজমেন্ট। শুধু কুমিল্লাই নয় চলে যাওয়া পাকিস্তানিদের শূন্যতা পূরণ অন্য দলগুলোও বিকল্প ক্রিকেটার নিয়ে চমক দেখাচ্ছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball