promotional_ad

ভারত 'জয়' করতে গিলক্রিস্ট-হ্যাডিনদের দ্বারস্থ ক্যারি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তান-শ্রীলঙ্কার মাটিতে ব্যাটিংয়ে সাফল্য পাওয়া অ্যালেক্স ক্যারির সামনে এখন আরও বড় পরীক্ষা। ২০০৪ সাল থেকে ভারতে টেস্ট সিরিজ না জেতা অস্ট্রেলিয়া দলের লোয়ার মিডল অর্ডারে ভরসা এই উইকেটরক্ষক ব্যাটার। প্রায় ১৯ বছরের আক্ষেপ দূর করতে ক্যারি দ্বারস্থ হয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট-ব্র্যাড হ্যাডিনদের। কঠিন কন্ডিশনে মানসিক স্বচ্ছতা নিয়ে এসেছেন ভারত জয় করতে। 


টিম পেইন নেতৃত্ব ছাড়ার সঙ্গে সঙ্গে দলে জায়গাও হারিয়েছিলেন। এর ফলে দোটানায় পড়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। মা???সম্মত ব্যাটার ও উইকেটরক্ষকের খোঁজে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) দ্বারস্থ হয় ক্যারির। সাদা বলে নিজের সামর্থ্য দেখানো এই ব্যাটার লাল বলেও পাচ্ছেন সাফল্য। ১৫ টেস্টের ক্যারিয়ারে সম্প্রতি পেয়েছেন সেঞ্চুরিও।


ভালো ফর্মে থেকে ভারতে আসা ক্যারি পাকিস্তান ও শ্রীলঙ্কায় হয়েছেন সফল। উপমহাদেশের মাটিতে ৫ টেস্টে হাফ সেঞ্চুরি পেয়েছেন ৩টিতে, করাচি টেস্ট খেলেছিলেন ৯৩ রানের ইনিংস। আর ক্যারির এসব সাফল্য এসেছিল গিলক্রিস্ট-হ্যাডিনদের পরামর্শ নিয়েই।


promotional_ad

তাই ভারত সফরে একই পথেই হেঁটেছেন ক্যারি। তিনি বলেন, 'আমি প্রায় সময়ই গিলক্রিস্ট ও হ্যাডিনের সঙ্গে কথা বলি বা আলোচনা করি। পাকিস্তান ও শ্রীলঙ্কা সিরিজে হ্যাডিন ছিল এ ছাড়া পাকিস্তান সফরের আগে ইয়ান হিলির সঙ্গেও আলোচনা করেছিলাম।'


'বেশীরভাগ ক্ষেত্রেই আমি উইকেটরক্ষকদের দ্বারস্থ হই। টিম নিলসেনের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো, বেশি কাজ করা হয়। ওর সঙ্গেও আলোচনা হয়। গেল কয়েকদিন ভালো প্রস্তুতি নিয়েছে সবাই। আমরা বেশ কয়েক জায়গায় সফর করেছি বিগত ১২ এক বছরে।' 


পাকিস্তান ও শ্রীলঙ্কায় খেলার অভিজ্ঞতা ভারতে কাজে আসবে বলে মনে করেন ক্যারি। এ ছাড়া কঠিন কন্ডিশনে প্রতি বলের জন্য স্বচ্ছ মানসিকতা নিয়ে মাঠে নামতে চান এই উইকেটরক্ষক। কারণ কন্ডিশনের কারণে যে কোন বলেই বিপদ আসতে পারে, তা ভালো করেই জানা তার।


ক্যারি বলেন, 'প্রতিটি বলকে গুরুত্বের সঙ্গে নিতে হবে। কোন বলে বিপদ হয়ে যাবে তা কেউ জানে না। এই বলেই বিপদ হতে পারে মানসিকভাবে এমন স্বচ্ছ ধারণা রাখতে হবে। আমি জানি ভারত সিরিজ আমাদের জন্য কঠিন পরীক্ষার অপেক্ষা করছে। তাই প্রতি বলের জন্যই প্রস্তুতি নিয়ে রাখছি।'


২০০৪ সালের পর ভারতের মাটিতে ৪বার সফর করেছে অস্ট্রেলিয়া। যার মধ্যে শেষবার ২০১৬-১৭ সালে একবার মাত্র জিততে সক্ষম হয় অজিরা। তা ছাড়া সর্বশেষ ৩টি বর্ডার-গাভাস্কার ট্রফিতেও হেরেছে তারা। তাই এবার ইতিহাস বদলানোর লক্ষ্যেই মাঠে নামার লক্ষ্যস্থির করেছে প্যাট কামিন্সের দল। বৃহস্পতিবার নাগপুরে সিরিজের প্রথম টেস্ট মুখোমুখি হবে দুই দল।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball