Connect with us

অস্ট্রেলিয়া - ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

‘ইমার্জেন্সি ফিল্ডার’ হিসেবে ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে ওমর


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেকের পর ১৩ বছর কেটে গেছে ওমর ফিলিপসের। এই সময়ের মাঝে দলে জায়গা পাওয়া হয়নি বাঁহাতি এই ব্যাটারের। তবে ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের দলে ডাকা হয়েছে ওমরকে। অ্যাডিলেড টেস্টে ‘ইমার্জেন্সি ফিল্ডার’ হিসেবে ডাকা হয়েছে তাকে।

২০০৯ সালে বোর্ডের বিরুদ্ধে গিয়ে কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে নিয়েছিলেন ক্রিস গেইল, শিবনারায়ন চন্দরপল এবং রামনরেনশ সারওয়ানদের মতো তারকা ক্রিকেটাররা। ফলে বাধ্য হয়েই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ডাকা হয়েছিল ওমরদের। সেবার বাংলাদেশের সঙ্গে দুটি টেস্টেই খেলেছিলেন এই ওপেনার।

অভিষেক ম্যাচে নিজের প্রথম ইনিংসেই ৯৪ রানের ইনিংস খেলেছিলেন বার্বাডোসের এই ক্রিকেটার। তবে পরের তিন ইনিংসে সেভাবে আলো ছড়াতে পারেননি। সব মিলিয়ে দুই টেস্টের চার ইনিংসে এক হাফ সেঞ্চুরিতে ওমরের ব্যাট থেকে এসেছিল ১৬০ রান। তারকা ক্রিকেটাররা ফিরতেই জাতীয় দল থেকে জায়গায় হারান।

এরপর আর কখনও ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ফেরা হয়নি ওমরের। তবে ১৩ বছর পর আবারও টেস্ট দলে ডাকা হয়েছে তাকে। কেমার রোচ, জেডেন সিলস এবং এনক্রুমাহ বোনারদের চোটে অ্যাডিলেড টেস্টের জন্য ওয়েস্ট ইন্ডিজের দলে ফিরেছেন ৩৬ বছর বয়সি এই ক্রিকেটার।

যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে দলের প্রয়োজনে কেবলই ফিল্ডিং করবেন ওমর। ওয়েস্ট ইন্ডিজে ব্রাত্য হওয়ায় অস্ট্রেলিয়ার মেলবোর্নে ক্লাব ক্রিকেট খেলছেন ৫৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা এই ব্যাটার। মূলত অস্ট্রেলিয়াতে থাকার কারণেই ইমার্জেন্সি ফিল্ডার হিসেবে ওমরকে ডেকেছে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড।

অ্যাডিলেড টেস্টের জন্য ওয়েস্ট ইন্ডিজের একাদশ: ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), ত্যাগনারায়ন চন্দরপল, শামার ব্রুকস, জার্মেইন ব্ল্যাকউড, ডেভন থমাস, জেসন হোল্ডার, জশুয়া ডি সিলভা, রস্টন চেজ, আলজারি জোসেফ, অ্যান্ডারসন ফিলিপস, মার্কিইনো মাইন্ডলি।

সর্বশেষ

৮ ফেব্রুয়ারী, বুধবার, ২০২৩

দুই দেশের হয়ে সেঞ্চুরি করে ব্যালেন্সের ইতিহাস

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

রংপুরে গুরবাজের সঙ্গী ইংল্যান্ডের ক্যাডমোর

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

জয়রথ থামছেই না কুমিল্লার

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

হাথুরুসিংহের সহকারী নয়, কোচিং প্যানেলে থাকবেন দেশিরা

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

সাকিবদের আইপিএলের পুরো মৌসুম খেলার অনুমতি দেবে না বিসিবি

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

নারী আইপিএলের নিলামে বাংলাদেশের ৯ ক্রিকেটার

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

নির্বাচক ও কোচের দায়িত্ব নিতে ক্রিকেট ছাড়লেন আকমল

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

সহজ ম্যাচ কঠিন করে হারল ঢাকা

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

জানুয়ারীর সেরা হওয়ার দৌঁড়ে গিল-কনওয়ে-সিরাজ

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

জানুয়ারীর সেরা হওয়ার দৌঁড়ে গিল-কনওয়ে-সিরাজ

আর্কাইভ

বিজ্ঞাপন