promotional_ad

সাবেক ক্যারিবিয়ান উইকেটরক্ষক মুরে আর নেই

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ওয়েস্ট ইন্ডিজের সাবেক উইকেটরক্ষক ব্যাটার ডেভিড মুরে আর নেই। ৭৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। ব্রিজটাউনে নিজের বাড়ির বাইরে পড়ে গিয়ে মারা যান তিনি। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।


ওয়েস্ট ইন্ডিজের হয়ে তার অভিষেক হয় ১৯৭৩ সালে। ওয়ানডের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তিনি। ৭০ এবং ৮০'র দশকের জনপ্রিয় একজন খেলোয়াড় ছিলেন তিনি।


promotional_ad

তার বাবা ছিলেন ওয়েস্ট ইন্ডিজের আরেক কিংবদন্তি ক্রিকেটার স্যার এভারটন উইক্স। ৫০ এর দশকে খুবই জনপ্রিয় ব্যাটার ছিলেন উইক্স। মুরে বাবার মতো ততটা জনপ্রিয় না হলেও কম যাননি!


বিশেষ করে প্রথম শ্রেণির ক্রিকেটে আরও বেশি সফল ছিলেন তিনি। ১১৪টি প্রথম শ্রেণির ম্যাচে চার হাজার ৫০৩ রান এবং ৪৯টি লিস্ট 'এ' ম্যাচে ৬২৭ রান করেন। টেস্ট, ওয়ানডে, প্রথম শ্রেণি এবং লিস্ট 'এ'-তে যথাক্রমে ৫৭, ১৬, ২৯৩ এবং ৬৮টি ক্যাচ নেন তিনি।


জাতীয় দলের হয়ে খেলেন ১৯টি টেস্ট ও ১০টি ওয়ানডে। মূলত অনিয়ন্ত্রিত জীবন যাপনের জন্য জাতীয় দলে বেশিদিন থিতু হতে পারেননি তিনি।


তার এমন প্রস্থানে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করা হয়েছে, 'ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে আমরা ডেভিডের আত্মার শান্তি কামনা করছি এবং তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball