promotional_ad

'বিশ্বকাপ জিততে হলে, আইপিএল ছাড়ো'

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরব আমিরাত বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া বিশ্বকাপেও সুবিধা করতে পারেনি ভারত। শুধুই এই দুই বিশ্বকাপ নয়, ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর আর কোনো বৈশ্বিক শিরোপার দেখা পায়নি তারা। অথচ তারকায় ঠাসা দল নিয়ে সবগুলো বিশ্বকাপেই ফেভারিট তকমা নিয়ে খেলতে নামে ভারত। বড় আসরে তাদের এমন ধারাবাহিক ব্যর্থতার বড় কারণ দলে ক্রিকেটারদের জায়গা নিয়ে অস্থিতিশীলতা, এমনটাই বলেছেন রোহিত শর্মার সাবেক কোচ দীনেশ লাড।


গত কয়েক বছর ধরেই বিশ্বক্রিকেটে নিজেদের দাপট দেখাচ্ছে ভারত, তবে বৈশ্বিক কোনো টুর্নামেন্ট হলেই যেন নিজেদের হারিয়ে খুঁজেন রোহিতরা। বড় মঞ্চে এসে ছোট ছোট ভুলেই যেন সর্বনাশ হয় ভারতের। তবে লাডের মতে, লম্বা সময় দলের কম্বিনেশন ধরে না রাখার কারণেই এমনটা হয়। 


promotional_ad

বিশেষ করে, তাদের পাইপলাইনে যথেষ্ট ক্রিকেটার থাকার ফলে সামনের সারির ক্রিকেটারদের বিশ্রামের সুযোগ দিতে পারে। যার ফলে তুলনামূলক খর্বশক্তির দলের বিপক্ষে দ্বিতীয় সারির দল মাঠে নামায় তারা।


তবে দ্বিপাক্ষিক সিরিজে এভাবে খেলালেও বড় আসরে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামতে হয়। আর তখনই কম্বিনেশন খুঁজে পেতে বেগ পেতে হয় টিম ম্যানেজমেন্টকে। লাডের মতে, বড় আসরে সফলতা পেতে একই দলকে লম্বা সময় ধরে একই কম্বিনেশনে খেলাতে হবে। তাছাড়া আইপিএলের মতো দীর্ঘ সময়ের ফ্র্যাঞ্চাইজি আসরেও ক্রিকেটারদের খেলার পরামর্শ দিয়েছেন তিনি।


তিনি বলেন, 'বিশ্বের সবাই (ফ্র্যাঞ্চাইজি লিগ) খেলছে কারণ তারা পেশাদার, আপনি বলতে পারেন কাজের চাপ নয়। তাহলে তারা আইপিএল খেলছে কেন? বিশ্বকাপ জিততে চাইলে আইপিএল খেলবেন না।'


তিনি বলেন, 'আমি মনে করি, গত সাত-আট মাসে আমরা স্থিতিশীল দল হতে পারিনি। আমরা যদি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিই, তাহলে একটি স্থিতিশীল দল হওয়া উচিত। গত সাত মাসে কেউ ইনিংস ওপেন করতে এসেছে, কেউ বোলিং করতে এসেছে, দলে কোনো স্থিতিশীলতা নেই।'


ভারতের বেশ কিছু তারকা ক্রিকেটার তৈরীর পেছনে হাত আছে এই লাডের। বিশেষ করে রোহিত শর্মার। ১৯৯৫ সালে, স্বামী বিবেকানন্দ স্কুলের দল গঠনের জন্য ক্ষুদে ক্রিকেটার খুঁজছিলেন লাড। তখনই পরিচয় রোহিতের সঙ্গে। এরপর তার হাত ধরে ক্রিকেটে হাতেখড়ি হয় রোহিতের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball