Connect with us

টি-টোয়েন্টি বিশ্বকাপ

রোমাঞ্চকর ম্যাচে আরব আমিরাতকে হারিয়ে নেদারল্যান্ডসের বিশ্বকাপ শুরু


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ম্যাচ জিততে শেষ ওভারে নেদারল্যান্ডসের প্রয়োজন ছিল ৬ রান, হাতে ৩ উইকেট। প্রথম তিন বলে অনায়াসেই তিন রান নেয় ডাচরা। ইনিংসের চতুর্থ বলে জাওয়ার ফরিদের শর্ট অব লেংথের ডেলিভারিতে মিড উইকেটে পুল করে দিয়ে দুই রান নেন স্কট এডওয়ার্ডস। তবে ডিরেক্ট হিট করলে সেসময় রান আউট হতে পারতেন তিনি।

সেটা করতে না পারায় শেষ দুই বলে নেদারল্যান্ডসের প্রয়োজন হয় মাত্র ১ রানের। পরের বলে কভারে পুশ করে এক রান নিয়ে ডাচদের জয় নিশ্চিত করেন অধিনায়ক এডওয়ার্ডস। তাতে সংযুক্ত আরব আমিরাতকে ৩ উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল নেদারল্যান্ডস।


ভিক্টোরিয়ার জিলংয়ে জয়ের জন্য ১১২ রান তাড়া করতে নেমে টানা ‍দুই চার মেরে ভালো শুরুর আভাস দেন বিক্রমজিত সিং। তবে পরের ওভারে বাসিল হামিদের বলে স্লগ করতে গিয়ে বোল্ড হয় বাঁহাতি এই ব্যাটার। এরপর নেদারল্যান্ডসের রান বাড়াতে থাকেন ম্যাক্স ও’ডাওড। তবে পাওয়ার প্লের শেষ ওভারে তাকে ফেরান জুনায়েদ সিদ্দিকী।


৩ চার ও এক ছক্কায় ডানহাতি এই ব্যাটার আউট হয়েছেন ১৮ বলে ২৩ রান করে। তিনে নামা বাস ডি লিড আউট হয়েছেন ১৮ বলে ১৪ রান করে। চারে নামা কলিন অ্যাকারম্যান খেলেছেন ১৯ বলে ১৭ রানের ইনিংস। দ্রুত রান তুলতে না পারায় চাপে পড়ে নেদারল্যান্ডস। ৭৬ রানে ৬ উইকেট হারালে কঠিন হতে থাকে ডাচদের জয়ের সমীকরণ।

যদিও সপ্তম উইকেটে টিম প্রিঙ্গেলকে নিয়ে দারুণ এক জুটি গড়েন এডওয়ার্ডস। তারা দুজনে মিলে যোগ করেন ২৭ রান। এরপর আর কোন উইকেট হারায়নি ডাচরা। ১ বল বাকি থাকতে জয় পাওয়া ম্যাচ এডওয়ার্ডস অপরাজিত ছিলেন ১৬ রানে। এদিকে সপ্তম উইকেট জুটিতে তাকে সঙ্গে দেয়া প্রিঙ্গেল আউট হয়েছিলেন ১৫ রানে। আরব আমিরাতের হয়ে জুনায়েদ তিনটি উইকেট নিয়েছেন। 

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১১ রানের পুঁজি পায় আরব আমিরাত। তাদের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেছেন মুহাম্মদ ওয়াসিম। ডাচদের হয়ে ডি লিড তিনটি এবং ফ্রেড ক্লাসেন নিয়েছেন দুটি উইকেট। 

সর্বশেষ

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

হংকংকে উড়িয়ে সেমিফাইনালে পাকিস্তান

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

এশিয়ান গেমসে নেমেই জায়সাওয়ালের সেঞ্চুরি, লড়ে হারল নেপাল

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

এমসিসি'র ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির নতুন সভাপতি সাঙ্গাকারা

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

শান্ত-মিরাজের দিকে চোখ রাখতে বলছেন হার্শা

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

নেদারল্যান্ডসের বিপক্ষেও হারতে পারে পাকিস্তান: নাসের

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

শুধু বিশ্বকাপেই সীমাবদ্ধ থাকুক ওয়ানডে ক্রিকেট, চাওয়া এমসিসি সভাপতির

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ডি কক-রাবাদাদের ‘চোকার’ তকমা ঘুচানোর আরেকটি মিশন

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ভারতের মেরুদণ্ড গিল-কোহলি, হবে কী ২০১১ এর পুনরাবৃত্তি?

২ অক্টোবর, সোমবার, ২০২৩

প্রথম ম্যাচে খেলার জন্য ‘শতভাগ ফিট’ সাকিব

২ অক্টোবর, সোমবার, ২০২৩

অলরাউন্ডাররাই ভরসা অস্ট্রেলিয়ার, লক্ষ্য ষষ্ঠ শিরোপার

আর্কাইভ

বিজ্ঞাপন