promotional_ad

ফিরলেন হেটমায়ার, খেলবেন আগামী ম্যাচে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


রাজস্থান রয়্যালস শিবিরে যোগ দিয়েছেন শিমরন হেটমায়ার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) করোনা প্রটোকল মেনেই রাজস্থানের আগামী ম্যাচে মাঠে নামবেন এই ক্যারিবিয়ান হার্ড হিটার।


গত ৯ মে হেটমায়ার এবং নিরভানি দম্পতির প্রথম সন্তান পৃথিবীতে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পুত্র সন্তানের বাবা হওয়ার খবরটি হেটমায়ার নিজেই নিশ্চিত করেছিলেন। 


promotional_ad

এই সময়ে স্ত্রীর পাশে থাকতে গত ৮ মে দলের জৈবসুরক্ষা বলয় ত্যাগ করেছিলেন হেটমায়ার। সেদিনই আকাশপথে গায়ানায় পৌঁছান তিনি। এর একদিন পর বাবা হওয়ার সংবাদ দেন এই ক্যারিবিয়ান।


এদিকে আইপিএলের বর্তমান পয়েন্ট টেবিলে দুই নম্বরে আছে রাজস্থান রয়্যালস। দলের সাফল্যে এবার দারুণ অবদান রেখেছেন ২৫ বছর বয়সী হেটমায়ার। গত কয়েক ম্যাচে তার অনুপস্থিতিত নিশ্চিতভাবেই টের পেয়েছে সাঞ্জু স্যামসনের দল।


এখন পর্যন্ত খেলা ১১ ম্যাচে ২৯১ রান করেছেন হেটমায়ার। গড় ৭২। রাজস্থানের বেশকিছু ম্যাচেই ফিনিশিং ভূমিকায় ছিলেন তিনি। ১১ ইনিংসের মধ্যে সাতটি ইনিংসেই অপরাজিত ছিলেন গায়ানার এই হার্ড-হিটার ব্যাটার।


বিশেষ করে ১৭ থেকে ২০ ওভারে দারুণ সফল এই ব্যাটার। এবারের আইপিএলে ডেথ ওভারগুলোতে ব্যাটিং করে ২১৪.২৮ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। রাজস্থানের খেলা সর্বশেষ ম্যাচে ১৬ বলে অপরাজিত ৩১ রানের ক্যামিও খেলেছিলেন হেটমায়ার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball