promotional_ad

আমাদের ডিকশনারিতে পাণ্ডব নেই : নাফিসা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রেয়ার্স ড্রাফটেই চমকে দিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পঞ্চপান্ডব খ্যাত মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে ছাড়াই দল গড়েছিল তারা। ফরচুন বরিশালকে হারিয়ে বিপিএলের শিরোপাও নিশ্চিত করেছে দলটি। আর শিরোপা জিতেই দলটির কর্ণধার নাফিসা কামাল জানালেন, পঞ্চপান্ডবে কোনো আগ্রহই নেই তাদের!


এখন পর্যন্ত তিনটি শিরোপা জিতেছে কুমিল্লা। এর মধ্যে কুমিল্লার প্রথম শিরোপাটি এসেছে মাশরাফির হাত ধরে। দ্বিতীয় শিরোপাটি ইমরুল কায়েসের হাত ধরে আসলেও সেই আসরে তামিম ইকবালের অবদান অনেক।


promotional_ad

আর এবারের তৃতীয় শিরোপাটি এসেছে ইমরুলের বিচক্ষণ নেতৃত্ব ও দলীয় পারফরম্যান্সের কারণে। ইমরুল ছাড়াও, আসরের সর্বোচ্চ ১৯ উইকেট নিয়ে এবারের শিরোপা জয়ে দারুণ অবদান রেখেছেন মুস্তাফিজুর রহমান।


ড্রাফটের আগে থেকে শিরোপা জয় পর্যন্ত 'পঞ্চপান্ডব' তত্ত্বে কোনো আগ্রহ দেখা যায়নি কুমিল্লার। আগামী আসরেও পঞ্চপান্ডব বাদ দিয়েই দল সাজাতে চায় তিনবারের শিরোপাজয়ী এই দলটি।


শুক্রবারের ফাইনালে শেষে নাফিসা বলেন, ‘সেটা তো বলা যায় না এখনই। পাণ্ডব কী? আমাদের ডিকশনারিতে পাণ্ডবই নেই। এখনও পাণ্ডব নিয়ে কথা বলেন আপনারা? আজকের পরও? আমরা একটা পরিবারের মত। পরিবারের বাইরে সুপারস্টারদের নিয়ে কীভাবে চালাব? আগে আসে পরিবার, সুপারস্টার পরে। সুপারস্টাররা দলের জন্য বোনাস।’


কুমিল্লার শিরোপা জয়ে বড় অবদান আছে ফাফ ডু প্লেসি, মঈন আলী, সুনীল নারাইনের মত বিদেশি ক্রিকেটারদের। দেশের বাইরে থেকে আসা ক্রিকেটাররাই দলের শক্তি বাড়াবেন, আগে থেকেই এমন পরিকল্পনা করে রেখেছিল কুমিল্লা।


নাফিসা আরও বলেন, ‘বিপিএলে আমরা খুব অল্প সময় পাই। এক মাসের মধ্যে একটা পরিবার তৈরি করতে হয়। আমাদের লক্ষ্যই ছিল বিদেশি যারা আসবে ওরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অভিজ্ঞতাসম্পন্ন হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball