promotional_ad

টি-টোয়েন্টিতে ফেরাতে তামিমের সঙ্গে পাপনের বৈঠক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টিতে আর ফিরতে চান না তামিম ইকবাল। এই সিদ্ধান্তের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে জানিয়ে দিয়েছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার।


যদিও তামিমকে ফেরাতে ইতোমধ্যে তার সঙ্গে কথা বলেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তামিমের সঙ্গে মঙ্গলবার আলোচনায় বসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।


promotional_ad

যেখানে উপস্থিত ছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও। মঙ্গলবার বিসিবির এই কর্তা জানিয়েছেন তামিম তার সিদ্ধান্তের কথা নিজেই জানাবেন গণমাধ্যমে।


জালাল ইউনুস বলেন, 'গতকাল তামিমের সঙ্গে লম্বা একটি মিটিং হয়েছে। আজকে একটু আগে তামিমের সঙ্গে মিটিং হয়েছে। মাননীয় বোর্ড সভাপতি ছিলেন, আমিও ছিলাম। তার (তামিম) পরিকল্পনাটা আমি এখন আপনাকে বলতে পারছি না। সেটা তামিমের মুখেও হয়তো আপনারা শুনতে পারবেন।'


যদিও বিসিবির চাওয়া তামিম বাংলাদেশের হয়ে তিন ফরম্যাটেই খেলা চালিয়ে যান। শুধু তামিম নয় সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদদেরও গুরুত্বসহকারে বিবেচনা করছে বিসিবি। সেই ভাবনা থেকেই তামিমের সঙ্গে আলোচনায় বসেছিলেন তারা।


জালাল ইউনুস বলেন, 'আমরা চাই তামিম চালিয়ে যাক, এটা তো আমি আগেও বলেছি। তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ তারা এখনও আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তারা চালিয়ে যাক, সেই দিক থেকেই আমরা তামিমের সঙ্গে কথা বলেছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball