promotional_ad

দলীয় নৈপুণ্যে চট্টগ্রামের দ্বিতীয় জয়

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাহাড়সম রান তাড়ায় শুরু থেকেই ছন্নাছাড়া খুলনা টাইগার্স। ইয়াসির আলী ও শেখ মেহেদী ছাড়া উইকেটে থিতু হতে পারলেন না কেউই। সঙ্গে আন্দ্রে ফ্লেচারের কনকাশন যেন দলটিকে আরও ঠেলে দেয় আরও ব্যাকফুটে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ১৬৫ রানেই থামতে হয় মুশফিকুর রহিমের দল। ২৫ রানের জিতে টুর্নামেন্টে দ্বিতীয় জয়ের স্বাদ পেল মেহেদি হাসান মিরাজের দল।


১৯০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লে'তে তানজিদ হাসান ও রনি তালুকদারকে হারিয়ে বসে খুলনা। উইকেট দুটি নেন নাসুম আহমেদ ও মিরাজ। ফ্লেচার ও মাহেদি মিলে হাল ধরার চেষ্টা করলেও রেজাউর রহমানের বাউন্সারে স্ট্রেচারে মাঠ ছাড়েন ফ্লেচার।


ফ্লেচার উঠে গেলে ক্রিজে নেমে মাহেদিকে ভালোই সঙ্গ দেন ইয়াসির। তবে দলীয় ৭২ রানে মাহেদি ৩০ রানে আউট হলে মুশফিকুর রহিমও ফেরেন দ্রুত। এরপর কনকাশন সাব হিসেবে নামেন সিকান্দার রাজা। ইয়াসিরকে সঙ্গে নিয়ে রান বাড়াতে থাকেন তিনি।


যদিও ১২ বলে ২২ রান করে সেই রাজাকেই উইকেট ছুঁড়ে দেন তিনি। একপ্রান্তে টিকে থেকে লড়াই চালালেও ৪০ রানে শরিফুলের বাউন্সারে আউট হন ইয়াসির। এর আগে দ্রুত ডাগআউটে ফেরেন থিসারা পেরেরা, ফরহাদ রেজা ও সোহরাওয়ার্দী শুভ।


promotional_ad

১৫০ রানে ইয়াসির ফিরলে খুলনার পরাজয় হয়ে দাঁড়ায় মাত্র সময়ের ব্যাপার। তবে শেষের দিকে কামরুল ইসলাম রাব্বি কিছু রান যোগ করে শুধু ব্যবধানই কমিয়েছেন। ৭ বলে ১৪ রানে অপরাজিত থাকেন তিনি। ২০ ওভার শেষে খুলনার সংগ্রহ দাঁড়ায় ১৬৫ রান।


এর আগে প্রথমে ব্যাটিংয়ে নামা চট্টগ্রামের দুই ওপেনার কেনার লুইস ও উইল জ্যাকস ইনিংসের প্রথম ওভারেই তোলেন ২২ রান। দ্বিতীয় ওভারে জ্যাকস আউট হলেও রানের চাকা সচল রাখেন লুইস ও আফিফ। দলীয় ৫২ রানে লুইস রাব্বির বলে আউট হলে ক্রিজে আসেন সাব্বির।


তবে ভুল বোঝাবোঝিতে ১৫ রান করা আফিফ হন রান আউট। মেহেদি মিরাজকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন সাব্বির। তিনি ফেরেন ফরহাদ রেজার বলে ৩২ রানে। এর আগে ৩০ রানে মিরাজকে ফেরান নাভিন উল হক। ১৩১ রানে ৫ উইকেট হারালেও হাওয়েলের ২০ বলে ৩৪ রানের ওপর ভর করে ৭ উইকেটে ১৯০ রানের পুঁজি পায় চট্টগ্রাম।


সংক্ষিপ্ত স্কোর:


চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১৯০/৭ (২০ ওভার) (হাওয়েল ৩৪, সাব্বির ৩২) (রাব্বি ২/৩৫)


খুলনা টাইগার্স: ১৬৫/৯ (২০ ওভার) (ইয়াসির ৪০, মাহেদি ৩০) (রাজা ২/২০)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball