promotional_ad

সাকিব কখনই বলেনি সে খেলতে চায় না: সুজন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের সর্বকালের সেরা তো বটেই বিশ্বের সেরা অলরাউন্ডারদেরও একজন সাকিব আল হাসান। কদিন আগে বেশ কয়েকটি সাক্ষাৎকারে সাকিব জানিয়েছিলেন, একসঙ্গে তিন সংস্করণে খেলা অসম্ভব। যে কারণে বাকি দুই ফরম্যাটের তুলনায় সাদা পোশাকের ক্রিকেটে কম খেলতে দেখা যায় তাকে।


সাম্প্রতিক সময়ে ছুটি নেয়ার প্রবণতা এবং টেস্টে কম খেলার কারণে সমালোচনায় পড়তে হয়েছে তাকে। গুঞ্জন রয়েছে টেস্ট খেলতে চান না সাকিব। তবে খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন সাকিব কখনই বলেননি যে সে খেলতে চায় না। 


promotional_ad

পরিবারের সবাই যুক্তরাষ্ট্রে থাকায় জৈব সুরক্ষা বলয়ের কারণে সব ফরম্যাটে খেলা বেশ খানিকটা কঠিন হয়ে গিয়েছে সাকিবের জন্য। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর বাংলাদেশের খেলা আট টেস্টের মাঝে মাত্র তিনটিতে খেলেছেন সাকিব। বাকি পাঁচটির মাঝে দুটি হাতছাড়া করেছেন ইনজুরির কারণে। 


গত বছর শ্রীলঙ্কা সফরে টেস্ট খেলা বাদ দিয়ে আইপিএলে খেলতে যাওয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। বাংলাদেশের অন্যান্য ক্রিকেটারদের তুলনায় বেশি ম্যাচ খেলতে হয় সাকিবকে। জৈব ‍সুরক্ষা বলয়ে যা সাকিবের জন্য বেশ কঠিন। যে কারণে সাকিবকে বিরতি দিতে চান সুজন। তবে সেটা পয়েন্টভিত্তিক কোনো টেস্ট কিংবা ওয়ানডে সিরিজে নয়। 


গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সুজন বলেন, ‘আসলে সাকিবের ইস্যুটা সবাই আমরা যদি ওইভাবে চিন্তা করি, সাকিব কিন্তু আমাদের দেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ক্রিকেট খেলে। জৈব ‍সুরক্ষা বলয় ফ্যাক্টরটা কিন্তু ওর জন্য অনেক বেশি হয়। অবশ্যই, সাকিব তিন ফরম্যাট খেলুক এটা আমরা সবাই চাই। তারপরও হয়তবা ওর সঙ্গে যদি বসি, আমরা যদি একটু কথা বলি, কোন সফরগুলো গুরুত্বপূর্ণ না বা টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট নেই কিংবা ওয়ানডেতে পয়েন্ট নেই সেগুলাতে যদি আমরা ওকে বিরতি দেই এটা কোনো সমস্যা না।’


‘কিন্তু আমাদের মেইন ম্যাচগুলা যদি খেলে আমাদের জন্য তা খুবই গুরুত্বপূর্ণ। ওইটা সাকিবের সঙ্গে বসতে হবে। সে কোনো সময়ই বলেনি যে খেলবে (টেস্ট) না। ও বলেছে হয়তো এই সিরিজটা বা এই ম্যাচটা খেলবো না। আমার মনে হয় আমাদের যোগাযোগের ফারাক আছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball