promotional_ad

দুরন্ত হোল্ডারে ইংল্যান্ডকে সহজেই হারাল ওয়েস্ট ইন্ডিজ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কিছুদিন আগেই আয়ারল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হারে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে ইংল্যান্ডকে আতিথ্য দেবার আগে তাই একরকম চাপেই ছিল ক্যারিবিয়ানরা। সেই চাপ কিছুটা কমেছে। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইংলিশদের ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে কাইরন পোলার্ডের দল।


টস হেরে আগে ব্যাটিং করা ইংল্যান্ডকে মাত্র ১০৩ রানে অলআউট করে ক্যারিবীয়রা। মাত্র সাত রান খরচায় চার উইকেট নেন জেসন হোল্ডার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই তার সেরা বোলিং ফিগার।


দুই উইকেট নেন শেল্ডন কটরেল। একটি করে উইকেট নেন আকিল হোসেন ও রোমারিও শেফার্ড। তারুণ্য নির্ভর ইংল্যান্ড দলে দলীয় সর্বোচ্চ ২৮ রান করেছেন ক্রিস জর্দান। ২২ রান এসেছে আদিল রশিদের ব্যাটে।


এছাড়া অধিনায়ক ইয়ন মরগান ১৭ ও তিনে নামা জেমস ভিন্স ১৪ রান করেছেন। এই চার জন ছাড়া আর কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।


promotional_ad

অল্প রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতেই ৫২ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ২৫ বলে ২০ রান করে আদিল রশিদের বলে স্টাম্পিং হয়ে ফেরেন শাই হোপ। এরপর বাকি কাজটা সহজেই সেরে ফেলেন আরেক ওপেনার ব্রেন্ডন কিং ও তিনে নামা নিকোলাস পুরান।


৪৯ বলে চারটি চার ও একটি ছক্কায় ৫২ রানে অপরাজিত থাকেন কিং। দুটি চারে ২৯ বলে অপরাজিত ২৭ রান আসে পুরানের ব্যাটে। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।


সংক্ষিপ্ত স্কোর-


ইংল্যান্ড- ১০৩/১০ (১৯.৪ ওভার) (জর্দান ২৮, রশিদ ২২; হোল্ডার ৪/৭, কটরেল ২/৩০)


ওয়েস্ট ইন্ডিজ- ১০৪/১ (১৭.১ ওভার) (কিং ৫২*, পুরান ২৭*; রশিদ ১/২১)


 


 


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball