Connect with us

দক্ষিণ আফ্রিকা - ভারত সিরিজ

১১ জনকে পুরো দেশের বিপক্ষে খেলতে হচ্ছে: রাহুল


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

কেপটাউন টেস্টের তৃতীয় দিনের শেষ বিকেলে রবিচন্দ্রন অশ্বিনের বলে ডিন এলগারকে আম্পায়ার আউট দিলেও পরবর্তীতে রিভিউ নিয়ে বেঁচে যান বাঁহাতি এই ব্যাটার। খালি চোখে বল নিচুতে থাকলেও রিভিউয়ে দেখা যায় ভিন্ন চিত্র। যা নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

সিরিজ টেস্টের গুরুত্বপূর্ণ মুহূর্তে আম্পয়ারের এমন সিদ্ধান্ত মেনে নিতে না পারায় ক্ষোভ ঝেড়েছেন লোকেশ রাহুল, বিরাট কোহলি, অশ্বিনরা। ভারতের ওপেনার রাহুল দাবি করেছেন, ভারতের ১১ জনের বিপক্ষে খেলছে পুরো দক্ষিণ আফ্রিকা।

কেপটাউনে তৃতীয় দিনের শেষ বিকেলে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের ২১তম ওভারে বোলিংয়ে আসেন অশ্বিন। এলগার ডিফেন্স করলেও বলের লাইন মিস করায় তা সরাসরি বাঁহাতি এই ব্যাটারের প্যাডে আঘাত হানে। অশ্বিন আবেদন করতেই এলগারকে আউট দেন আম্পায়ার।

খালি চোখে দেখে মনে হচ্ছিলো বল নিচুতে রয়েছে এবং ব্যাটার আউট হয়েছেন। এলগার খানিকটা ভেবে অনেকটা অনিচ্ছাকৃতভাবেই রিভিউ নেন। রিভিউতে বল উইকেট মিস করতে দেখা যায়। তাতেই ২২ রানে জীবন পান এলগার। রিপ্লে দেখে আম্পায়ার ইরাসমাস বলে বসেন, ‘এটা অসম্ভব।’বিরাট কোহলিসহ ৩০ গজের ভেতরে থাকা বেশিরভাগ ফিল্ডারই ক্ষোভ প্রকাশ করেন। রাহুল বলেন, ‘পুরো দেশের বিপক্ষে ১১ জনকে (ভারতীয়) খেলতে হচ্ছে।’ যা পরবর্তীতে স্টাম্প মাইকে শুনতে পাওয়া যায়। এ ছাড়া স্টাম্প মাইকের কাছে এসে ক্ষোভ ঝেড়েছেন কোহলিও।

ভারতের টেস্ট অধিনায়ক স্টাম্প মাইকের কাছে গিয়ে বলেন, ‘তোমাদের দলের দিকে মনোযোগ দাও বল উজ্জ্বল করার সময়। শুধু প্রতিপক্ষের দিকে খেয়াল রাখলে চলবে না। সবসময় শুধু লোকজনকে ধরার চেষ্টা!’ এদিকে অশ্বিন তীর ছুঁড়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সম্প্রচারকারী সংস্থা সুপারস্পোর্টের দিকে। ডানহাতি এই অফ স্পিনার বলেন, ‘সুপারস্পোর্টের অন্যভাবে জেতার পথ খোঁজা উচিত।’

সর্বশেষ

৭ জুন, বুধবার, ২০২৩

ওয়ানডে ম্যাচ ১৬ ওভারে জিতে সিরিজ নিশ্চিত করল শ্রীলঙ্কা

৭ জুন, বুধবার, ২০২৩

রশিদকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের টেস্ট দল

৭ জুন, বুধবার, ২০২৩

যেখানে ব্যাটিং করি সেখানে নিজের বলতে কিছু থাকে না: মোসাদ্দেক

৭ জুন, বুধবার, ২০২৩

অবসর ভেঙে অ্যাশেজে মঈন

৭ জুন, বুধবার, ২০২৩

কিং-চার্লসের ঝড়ে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

৭ জুন, বুধবার, ২০২৩

এফটিপির বাইরে বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলতে চায় ইংল্যান্ড!

৭ জুন, বুধবার, ২০২৩

১০ বছর ধরে ট্রফিহীন ভারত, দ্রাবিড় বলছেন চাপ নেই

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

বাংলাদেশ ও শ্রীলঙ্কার ওপর চটেছেন আফ্রিদি

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

আইসিসির মে মাসের সেরার দৌড়ে শান্ত

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

হঠাৎই মিরপুরে সাকিব

আর্কাইভ

বিজ্ঞাপন