promotional_ad

বাংলাদেশের দায়িত্ব ছেড়ে দিলেন গিবসন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলতি জানুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তি শেষ হয়েছে ওটিস গিবসনের। বিসিবির সঙ্গে আর চুক্তি নবায়ন করছেন না তিনি। বিসিবির ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে এমনটা নিশ্চিত করেছেন।


আচমকা গিবসনের বিদায়ের পর নতুন পেস বোলিং কোচ খুঁজতে শুরু করেছে বিসিবি। যদিও সহসাই ভালো মানের পেস বোলিং খুঁজে বের করা কঠিন হবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির ওপর।


promotional_ad

জালাল বলেন, 'ওর (গিবসন) চুক্তি জানুয়ারিতে শেষ হয়ে যাচ্ছে। ও বলেছে যে আমাদের সঙ্গে আর চুক্তি বাড়াবে না। আমাদের এখন নতুন বোলিং কোচ খুঁজতে হবে। এটা আমাদের মাথায় আছে। আমরা চেষ্টা করছি। দেখা যাক, আমরা পেস বোলিং কোচ পাই কিনা।'


গত ডিসেম্বরে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে নিউজিল্যান্ড সফরে গিয়েছিলেন গিবসন। কিউইদের মাটিতে থেকে ফেরার আগেই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল মুলতান সুলতানসের পেস বোলিং ও সহকারী কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। বুধবার (১২ জানুয়ারি) রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মুলতান সুলতানস।

খেলোয়াড়ী জীবনে ওয়েস্ট ইন্ডিজের হয়ে মোটে দুটি টেস্ট ও ১৫টি ওয়ানডে খেলেছেন। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ সাফল্য পেয়েছেন গিবসন। সেই সঙ্গে ইংলিশ কাউন্টিও মাতিয়েছেন সাবেক এই পেসার। জাতীয় দলের হয়ে ক্রিকেটার হিসেবে সাফল্য না পেলেও কোচ হিসেবে সাফল্য রয়েছে তার।


২০০৭ সালে ইংল্যান্ডের কোচের দায়িত্ব নিয়ে সফল হয়েছিলেন গিবসন। এরপর নিজের দেশ ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার অদীণ ২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।


দক্ষিণ আফ্রিকার প্রধান হিসেবেও কাজ করেছেন গিবসন। দুই বছরের চুক্তিতে ২০২০ সালের জানুয়ারিতে বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন তিনি। বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেয়ার আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ওয়ারিয়র্সের প্রধান কোচ ছিলেন গিবসন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball