promotional_ad

আমি সবসময় রুটের নেতৃত্বে খেলতে চাই: স্টোকস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলমান অ্যাশেজে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে ইংল্যান্ড। এর ফলে জো রুটের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। কেউ কেউতো আরও এক ধাপ এগিয়ে বেন স্টোকসকে পরবর্তী অধিনায়ক হিসেবে ভাবছেন। অথচ অধিনায়কের দায়িত্ব নিতে স্টোকসের কোনোই আগ্রহ নেই। বরং তিনি সবসময় রুটের নেতৃত্বেই খেলতে চান।


২০২১ সালে রুট সাদা পোশাকের ক্রিকেটে ১৪ টেস্টে করেছেন ১ হাজার ৭০৮ রান। যা গত বছরে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ সংগ্রহ। অথচ এই বছরেই তার দল গড়েছে হারের রেকর্ড। ২০২১ সালে ৯ টেস্টে হেরেছে ইংলিশরা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক পঞ্জিকা বর্ষে এর চেয়ে বেশি টেস্ট হারেনি আর কোনো দল। লজ্জার এই রেকর্ডে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছে ইংল্যান্ড। দুঃসময়ে রুটের পাশে দাঁড়ালেন স্টোকস।


promotional_ad

তিনি বলেন, 'অধিনায়কত্ব মানে মাঠ সাজানো, দল বাছাই করা, মাঠে সিদ্ধান্ত নেওয়া, এসবের চেয়েও বেশি কিছু। অধিনায়ক এমন একজন, যার জন্য আপনি মাঠে নেমে নিজেকে উজাড় করে দিতে চাইবেন। জো রুট এমন একজন, আমি সবসময় যার জন্য খেলতে চাই।'


এই ইংলিশ অলরাউন্ডার আরও বলেন, 'অধিনায়ক হওয়ার ইচ্ছা আমার কখনোই ছিল না। এটা পুরোপুরি জো রুটের সিদ্ধান্ত। তাকে জোর করা উচিত নয়। আমি নিশ্চিত, কুকও ঠিক এমনই ভাবত। সে অনেক দিন নেতৃত্ব দিয়েছে। যখন তার মনে হয়েছে সময় শেষ, তখন সে ইতি টেনেছে।'


চারদিকে রুটের নেতৃত্বের সমালোচনা হলেও তিনি এ প্রসঙ্গে এখনও কোনো সিদ্ধান্ত নেননি। স্টোকসের ধারণা, রুট তার দায়িত্ব চালিয়ে যেতে চান। তাছাড়া রুটের নেতৃত্বের প্রশংসাও করেছেন এই অলরাউন্ডার।


স্টোকস বলেন, 'রুট এখনও অধিনায়কত্ব প্রসঙ্গে ভাবছে না। তার মধ্যে এমন কিছু একদমই দেখছি না। সে দলকে অনেক দূর টেনে এনেছে। দারুণ কাজ করেছে। এই সিরিজ অবশ্যই ভালো যায়নি। তবে সেটা নেতৃত্বের দিকে থেকে নয়, আমাদের দলের পারফরম্যান্স ও ফলাফলের দিক থেকে। দুর্ভাগ্যজনকভাবে অধিনায়ক ও কোচকে নিয়ে ঘাঁটাঘাঁটি হয়। কিন্তু অধিনায়কের সঙ্গে মাঠে আরও ১০ জন খেলে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball