Connect with us

দক্ষিণ আফ্রিকা-ভাররত সিরিজ

ঘরের মাঠে অশ্বিনকে নিয়ে চিন্তিত নন এলগার


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ভারতের স্পিন বিভাগের নেতৃত্ব থাকবে নিশ্চিতভাবেই রবিচন্দ্রন অশ্বিনের কাঁধে। তবে অভিজ্ঞ এই স্পিনার আফ্রিকার কন্ডিশনে খুব একটা কার্যকরী নন এমনটাই বিশ্বাস ডিন এলগারের।  আর তাই  দক্ষিণ আফ্রিকার সাদা পোশাকের অধিনায়ক অশ্বিনকে নিয়ে আলাদাভাবে কোনো পরিকল্পনা করতে চান না।

অশ্বিন ভারতের জার্সিতে সবমিলিয়ে টেস্ট খেলেছেন ৮১টি। যেখানে ঘরের মাঠে ৪৯ টেস্টে প্রায় ২১ গড়ে  শিকার করেছেন ৩০০ উইকেট। ঘরের বাইরে ৩১ ম্যাচ খেলে প্রায় ৩১ গড়ে পেয়েছেন ১২৩ উইকেট। আর ক্যারিয়ারের বাকি একটি ম্যাচ খেলেছেন নিরপেক্ষ ভেন্যুতে।

এলগার বলেন, 'আমার মনে হয় না, অশ্বিন দক্ষিণ আফ্রিকায় খুব বেশি সাফল্য পেয়েছে। এটা আমাদের জন্য ইতিবাচক। ভারতে আমাদের ব্যাটারদের বিপক্ষে সে যে সাফল্য পেয়েছে, তার সাথে আপনি সত্যিই তুলনা করতে পারবেন না কারণ এখানকার কন্ডিশন পুরোপুরি ভিন্ন।'

ঘরের মাঠে ভারতের বিপক্ষে দল হিসেবে ভালো ক্রিকেট খেলতে প্রতিজ্ঞাবদ্ধ এলগার। প্রোটিয়া দলপতি নিজেদের  পরিকল্পনায় আস্থা রাখতে চান। প্রতিপক্ষের কোনো একজন নির্দিষ্ট খেলোয়াড়ের ওপর নজর দিতে নারাজ এলগার।

প্রোটিয়া অধিনায়ক বলেন, 'আমাদের নিজেদের পরিকল্পনার ওপর লক্ষ্য রাখতে হবে। প্রতিটি খেলোয়াড় তার নিজের পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। তাদের (ভারতের) দলের শুধুমাত্র একজন খেলোয়াড়ের উপর নজর রাখা ঠিক হবে না।'

ইতোমধ্যেই ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার মাটিতে অবস্থান করছে। সেঞ্চুরিয়নে ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। জোহানেসবার্গে দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ৩ জানুয়ারি। আর কেপটাউনে সিরিজের শেষ টেস্টটি শুরু হবে ১১ জানুয়ারি।

 

সর্বশেষ

১৬ মে, সোমবার, ২০২২

সাকিব-নাঈমদের ধৈর্য পরীক্ষা নিচ্ছেন ফারনান্দো

১৫ মে, রবিবার, ২০২২

বল স্টাম্পে লাগলেই আউট চান চাহাল

১৫ মে, রবিবার, ২০২২

এক ম্যাচ পরই মত বদলালেন আইয়ার

১৫ মে, রবিবার, ২০২২

চেন্নাইকে হারিয়ে কলকাতার ফ্লাইট ধরলো গুজরাট

১৫ মে, রবিবার, ২০২২

৫০০ ছাড়িয়ে থামতে চায় শ্রীলঙ্কা

১৫ মে, রবিবার, ২০২২

অনুশীলন ‘না’ করলেও সাকিবের ওপর আস্থা থাকবে, বলছেন হেরাথ

১৫ মে, রবিবার, ২০২২

রশিদদের দাবিয়ে রাখতে পারবেন না: পিটারসেন

১৫ মে, রবিবার, ২০২২

চেষ্টা করেও সাইমন্ডসকে বাঁচাতে পারেননি এক পথচারী

১৫ মে, রবিবার, ২০২২

নেতৃত্ব হার্দিককে আরও বিনয়ী করে তুলছে: শামি

১৫ মে, রবিবার, ২০২২

হাসপাতাল ছেড়ে টিম হোটেলে ফিরলেন পৃথ্বী

আর্কাইভ

বিজ্ঞাপন