Connect with us

ইংল্যান্ড

মাঠে ফেরার অপেক্ষা বাড়ল আর্চারের


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ইনজুরির কারণে দীর্ঘ দিন ক্রিকেটের বাইরে আছেন জফরা আর্চার। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে ক্রিকেটে ফেরার সম্ভাবনা ছিল এই তারকা পেসারের। তবে তা আর হচ্ছে না। গত মঙ্গলবার (২১ ডিসেম্বর) এক বিবৃতিতে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এমনটাই জানিয়েছে। 

বেশ কয়েক মাস ধরে ডান হাতের কনুইয়ের চোটে ভুগছেন আর্চার। গত ১১ ডিসেম্বর তার কনুইয়ে দ্বিতীয়বারের মতো  অস্ত্রোপাচার করা হয়েছে। এর ফলে মাঠের ক্রিকেটে ফিরতে আরও কয়েক মাস সময় লাগতে পারে এই গতি তারকার।

দ্বিতীয়বার আর্চারের অস্ত্রোপাচারের প্রায় দুই সপ্তাহ পর তার চোটের অবস্থা নিয়ে বিবৃতি দিয়েছে ইসিবি। যেখানে বলা হয়েছে শীতকালীন মৌসুমে আর মাঠে নামতে পারবেন না তিনি। তবে চোট কাটিয়ে যথা সময়ে ক্রিকেটে ফিরবেন এই ইংলিশ পেসার।

গত মঙ্গলবার (২১ ডিসেম্বর) এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, 'গত শনিবার (১১ ডিসেম্বর) লন্ডনে জফরা আর্চারের চোট প্রাপ্ত ডান হাতের কনুইতে দ্বিতীয় অস্ত্রোপাচার করা হয়েছে। আর্চারের ক্রিকেটে প্রত্যাবর্তন যথা সময়ে নির্ধারিত করা হবে। কিন্তু ইংল্যান্ডের অবশিষ্ট শীতকালীন সিরিজে তাকে পাওয়া যাবে না।'

ডান হাতের কনুইয়ের ইনজুরির কারণে চলতি বছরের বেশিরভাগ সময় মাঠের বাইরে ছিলেন আর্চার। এর ফলে খেলতে পারেননি সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্থগিত হওয়া অংশেও। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরেও দর্শক হয়ে থাকতে হয়েছে এই ইংলিশ পেসারকে।

আইসিসির সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্টের পর চলমান অ্যাশেজেও আর্চারের সার্ভিস পাচ্ছে না ইংল্যান্ড। মর্যাদার এই লড়াইয়ে এই পেসাররের অনুপস্থিতি নিশ্চিতভাবেই ভোগাচ্ছে দলকে। ইতোমধ্যেই ইংলিশরা সিরিজের প্রথম দুই টেস্ট হেরে সিরিজ হারের শঙ্কায় আছে।

সর্বশেষ

১৬ মে, সোমবার, ২০২২

সাকিব-নাঈমদের ধৈর্য পরীক্ষা নিচ্ছেন ফারনান্দো

১৫ মে, রবিবার, ২০২২

বল স্টাম্পে লাগলেই আউট চান চাহাল

১৫ মে, রবিবার, ২০২২

এক ম্যাচ পরই মত বদলালেন আইয়ার

১৫ মে, রবিবার, ২০২২

চেন্নাইকে হারিয়ে কলকাতার ফ্লাইট ধরলো গুজরাট

১৫ মে, রবিবার, ২০২২

৫০০ ছাড়িয়ে থামতে চায় শ্রীলঙ্কা

১৫ মে, রবিবার, ২০২২

অনুশীলন ‘না’ করলেও সাকিবের ওপর আস্থা থাকবে, বলছেন হেরাথ

১৫ মে, রবিবার, ২০২২

রশিদদের দাবিয়ে রাখতে পারবেন না: পিটারসেন

১৫ মে, রবিবার, ২০২২

চেষ্টা করেও সাইমন্ডসকে বাঁচাতে পারেননি এক পথচারী

১৫ মে, রবিবার, ২০২২

নেতৃত্ব হার্দিককে আরও বিনয়ী করে তুলছে: শামি

১৫ মে, রবিবার, ২০২২

হাসপাতাল ছেড়ে টিম হোটেলে ফিরলেন পৃথ্বী

আর্কাইভ

বিজ্ঞাপন