promotional_ad

মাঠে ফেরার অপেক্ষা বাড়ল আর্চারের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইনজুরির কারণে দীর্ঘ দিন ক্রিকেটের বাইরে আছেন জফরা আর্চার। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে ক্রিকেটে ফেরার সম্ভাবনা ছিল এই তারকা পেসারের। তবে তা আর হচ্ছে না। গত মঙ্গলবার (২১ ডিসেম্বর) এক বিবৃতিতে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এমনটাই জানিয়েছে। 


বেশ কয়েক মাস ধরে ডান হাতের কনুইয়ের চোটে ভুগছেন আর্চার। গত ১১ ডিসেম্বর তার কনুইয়ে দ্বিতীয়বারের মতো  অস্ত্রোপাচার করা হয়েছে। এর ফলে মাঠের ক্রিকেটে ফিরতে আরও কয়েক মাস সময় লাগতে পারে এই গতি তারকার।


promotional_ad

দ্বিতীয়বার আর্চারের অস্ত্রোপাচারের প্রায় দুই সপ্তাহ পর তার চোটের অবস্থা নিয়ে বিবৃতি দিয়েছে ইসিবি। যেখানে বলা হয়েছে শীতকালীন মৌসুমে আর মাঠে নামতে পারবেন না তিনি। তবে চোট কাটিয়ে যথা সময়ে ক্রিকেটে ফিরবেন এই ইংলিশ পেসার।


গত মঙ্গলবার (২১ ডিসেম্বর) এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, 'গত শনিবার (১১ ডিসেম্বর) লন্ডনে জফরা আর্চারের চোট প্রাপ্ত ডান হাতের কনুইতে দ্বিতীয় অস্ত্রোপাচার করা হয়েছে। আর্চারের ক্রিকেটে প্রত্যাবর্তন যথা সময়ে নির্ধারিত করা হবে। কিন্তু ইংল্যান্ডের অবশিষ্ট শীতকালীন সিরিজে তাকে পাওয়া যাবে না।'


ডান হাতের কনুইয়ের ইনজুরির কারণে চলতি বছরের বেশিরভাগ সময় মাঠের বাইরে ছিলেন আর্চার। এর ফলে খেলতে পারেননি সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্থগিত হওয়া অংশেও। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরেও দর্শক হয়ে থাকতে হয়েছে এই ইংলিশ পেসারকে।


আইসিসির সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্টের পর চলমান অ্যাশেজেও আর্চারের সার্ভিস পাচ্ছে না ইংল্যান্ড। মর্যাদার এই লড়াইয়ে এই পেসাররের অনুপস্থিতি নিশ্চিতভাবেই ভোগাচ্ছে দলকে। ইতোমধ্যেই ইংলিশরা সিরিজের প্রথম দুই টেস্ট হেরে সিরিজ হারের শঙ্কায় আছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball