Connect with us

পাকিস্তান - ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

করোনার ভয়ে সারারাত ঘুমাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির আগে করোনা আক্রান্ত হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটার ও দুজন স্টাফ। পাঁচজন করোনা আক্রান্ত হওয়ায় ভয়ে সারারাত ঘুমাতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। 

করাচিতে সিরিজ শুরুর আগেই হানা দেয় করোনাভাইরাস। যেখানে সিরিজ শুরুর আগে পিসিআর টেস্টে করোনা আক্রান্ত হয়েছেন বাঁহাতি পেসার শেলডন কটরেল, অলরাউন্ডার রস্টন চেজ ও কাইল মায়ার্স। যে কারণে টি-টোয়েন্টি সিরিজ খেলছেন না তারা।

এদিকে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামার আগে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে আবারও করোনা হানা দিয়েছে। যেখানে তিন ক্রিকেটারের সঙ্গে আক্রান্ত হয়েছেন দুইজন স্টাফ। করোনা আক্রান্ত তিন ক্রিকেটার হলেন শাই হোপ, আকিল হোসেন ও জাস্টিন গ্রেভস।

স্টাফদের মাঝে দলটির সহকারী কোচ রোডি ইস্টউইক ও চিকিৎসক অক্ষয় মানসিংহের কোভিড পজিটিভ ধরা পড়েছে।নিয়ম অনুযায়ী, আগামী ১০ দিন বা পিসিআর টেস্টের নেগেটিভ ফলাফল না আসা পর্যন্ত তাদের আইসোলেশনে থাকতে হবে। এমন অবস্থায় শেষ ম্যাচের আগের রাতে ঘুমাতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা।

এ প্রসঙ্গে নিকোলাস পুরান, ‘বেশিরভাগ ছেলেরা সারারাত ঘুমায়নি। আমি ইউনিটকে নিয়ে গর্বিত। খেলায় ছেলেদের অতিরিক্ত প্রচেষ্টার প্রশংসা করতে চাই। এই খেলাটা (তৃতীয় ম্যাচ) খেলতে হবে নাকি খেলতে হবে না এটা ভেবে সারারাত কাটিয়ে দিলাম।‘

তিনি আরও বলেন, ‘অনেক ইতিবাচক দিক ছিল এবং অনেক ছেলেরা সুযোগ লুফে নিয়েছে। এই দলটা বিশেষ, আমরা পুরোটা জুড়ে প্রতিদ্বন্দ্বিতা করেছি। ছেলেরা বেশ ভালো করেছে।’

টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়ালেও স্থগিত করা হয়েছে আইসিসির ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত ওয়ানডে সিরিজটি। ২০২২ সালের জুনে অনুষ্ঠিত হবে সিরিজটি। 

সর্বশেষ

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

সড়ক দুর্ঘটনায় পরপারে ‘স্লো ফিঙ্গার অব ডেথ’ খ্যাত ‍কোয়ের্তজেন

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

প্রয়োজনের ওপেনিংয়ে ব্যাটিং করতে চান শাদাব

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

বাউন্ডারি যেমন ই হোক, রাসেল-পোলার্ডের জন্য বড় নয়: মরগান

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

আমিরাত লিগের ড্রাফটে লিন, নতুন সংকটে অস্ট্রেলিয়া

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

সিরিজ হারের পর বাংলাদেশের জরিমানা

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

ঝড়ো ইনিংসে ৬০০তম ম্যাচ রাঙালেন পোলার্ড

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

ভারতের স্কোয়াড দেখে উদ্বিগ্ন আকাশ চোপড়া

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

'অতি উত্তেজনার কারণে ভারতের বিপক্ষে বড় মঞ্চে হারে পাকিস্তান'

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

কেন্টের সঙ্গে ১৭ বছরের সম্পর্ক ছিন্ন হচ্ছে স্টিভেন্সের

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

নেপালের হেড কোচের দায়িত্বে মনোজ প্রভাকর

আর্কাইভ

বিজ্ঞাপন