promotional_ad

ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত নিগার নেগেটিভ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত দুই নারী ক্রিকেটারের মধ্যে একজন ছিলেন ওয়ানডে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দীর্ঘ ১৪ দিন আইসোলেশনে থেকে করোনা পরীক্ষা করিয়েছেন তিনি। ফলাফল নেগেটিভ এসেছে। ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এমনটা জানান নিগার নিজেই।


জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটার করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হওয়ার খবরটি দিয়েছিলেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তাদের কোয়ারেন্টিনে থাকার কথাটিও জানিয়েছিলেন তিনি।


promotional_ad

কিন্তু ১৫ ডিসেম্বর সন্ধ্যায় নিগার সুলতানা ফেসবুকে লেখেন, 'আলহামদুলিল্লাহ। নেগেটিভ হয়েছি। ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ হয়েছে।'


করোনা পরিস্থিতির কারণে মাঝপথেই স্থগিত হয়েছে আইসিসি নারী বিশ্বকাপের বাছাই পর্ব। সেখানে অংশ নিয়ে গত ১ ডিসেম্বর দেশে ফেরে বাংলাদেশের মেয়েরা। এরপর তাদের বাধ্যতামূলক পাঁচদিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল।


এরই মধ্যে করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন প্রায় ৬০টি দেশে শনাক্ত হয়েছে। তবে এ পর্যন্ত এই ধরনে আক্রান্ত কারও মৃত্যু হয়নি। ব্যাপকভাবে জিনগত রূপ পরিবর্তনে সক্ষম এই ধরনের বিস্তার ঠেকাতে বিশ্বব্যাপী নতুন করে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে অমিক্রনের প্রকোপে দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ৩০ লাখ ছাড়িয়েছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball