Connect with us

বিপিএল

সিলেটের আইকন হচ্ছেন মুস্তাফিজ


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিতে আটটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছিল। সেখান থেকে ইতোমধ্যে বাছাই করা হয়েছে ছয়টি প্রতিষ্ঠানকে। এর মধ্যে সিলেটের ফ্র্যাঞ্চাইজিটির মালিকানায় থাকছে প্রগতি গ্রুপ।

তারা ইতোমধ্যে আইকন ক্রিকেটার হিসেবে মুস্তাফিজুর রহমানের নাম জমা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে। যদিও তারা বিসিবির অনুমোদনের জন্য অপেক্ষায় আছেন। এ ছাড়া বিদেশি ক্রিকেটারদের নিয়েও চমক দিতে প্রস্তুত দলটি।

ক্রিকফ্রেঞ্জিকে সিলেটের এই ফ্র্যাঞ্চাইজির একটি সূত্র বলেছে, 'আইকন ক্রিকেটার হিসেবে আমরা মুস্তাফিজের ব্যাপারে আগ্রহী। বিসিবিতে আমরা তার নাম জমা দিয়েছি। এখন বিসিবি থেকে আমাদের সবুজ সংকেত দিলে আমরা এই ব্যাপারে নিশ্চিত করে জানাতে পারব। তবে মুস্তাফিজ বাদেও আরও ক্রিকেটারদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।'

'এবারের বিপিএলে আমরা একটা চমক দেখাব। আমরা কয়েকজন তারকা বিদেশি ক্রিকেটারদের সঙ্গেও যোগাযোগ করছি। ৮০ ভাগ কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে। এই ব্যাপারেও আমরা বিসিবির সিদ্ধান্তের অপেক্ষা করছি। বিদেশিদের ক্ষেত্রেও আমাদের দলে চমক রাখবো।'

আনুষ্ঠানিকভাবে বিপিএলের ছয় দলের নাম এখনও প্রকাশ করেনি বিসিবি। যদিও এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের দল গোছানো শুরু করে দিয়েছে। 

এর মধ্যে মাইন্ড ট্রির মালিকানায় থাকা খুলনার ফ্র্যাঞ্চাইজিটি মুশফিকুর রহিমকে দলে ভেড়াতে চলেছে। আর সাকিব আল হাসানকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে ফরচুন গ্রুপের মালিকানায় থাকা বরিশাল।

সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবারের (১৬ ডিসেম্বরের) মধ্যে ছয়টি দলকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেবে বিসিবি। এরপরই চূড়ান্ত হবে দলগুলো আইকন ক্রিকেটার হিসেবে কাকে দলে ভেড়াচ্ছে।

এর আগের বিপিএলে অংশ নেয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স জানিয়েছিল তারা সুনীল নারিন, ফাফ ডু প্লেসি ও মঈন আলীকে বিদেশি ক্রিকেটারের কোটায় দলে ভেড়াচ্ছে।

সর্বশেষ

৯ ডিসেম্বর, শুক্রবার, ২০২২

ভারত বিশ্বকাপে বাংলাদেশের ভালো সুযোগ দেখছেন ওয়াশিংটন

৯ ডিসেম্বর, শুক্রবার, ২০২২

মুলতানে আবরার জাদুতে আটকে গেল ইংল্যান্ড

৯ ডিসেম্বর, শুক্রবার, ২০২২

অস্ট্রেলিয়ার রান পাহাড়ের চাপে ওয়েস্ট ইন্ডিজ

৯ ডিসেম্বর, শুক্রবার, ২০২২

‘৮ বা ১১ নম্বর ব্যাটারে ম্যাচ জেতার সংস্কৃতি গড়তে চায় বাংলাদেশ’

৯ ডিসেম্বর, শুক্রবার, ২০২২

দেশি ক্রিকেটারদের নাম ঘোষণা করলো পোলার্ডের এমিরেটস

৯ ডিসেম্বর, শুক্রবার, ২০২২

জন্মভূমি জিম্বাবুয়ের হয়ে খেলবেন ইংল্যান্ডের ব্যালেন্স

৯ ডিসেম্বর, শুক্রবার, ২০২২

বাংলাদেশের লক্ষ্য ভারতকে হোয়াইটওয়াশ করা

৯ ডিসেম্বর, শুক্রবার, ২০২২

‘আমরা এখনই ভালো খেলোয়াড়দের বিশ্রামের বিলাসিতা করতে পারি না’

৯ ডিসেম্বর, শুক্রবার, ২০২২

একাই লড়লেন সাদমান, ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ 'এ'

৯ ডিসেম্বর, শুক্রবার, ২০২২

শেষ ওয়ানডের আগে ভারতের স্কোয়াডে যুক্ত হলেন কুলদিপ

আর্কাইভ

বিজ্ঞাপন