promotional_ad

বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের দলে ফজলে রাব্বি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পারিবারিক কারণে আসন্ন নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। শুরুতে মৌখিভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানালেও, দুই টেস্ট সিরিজের দল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে চিঠি দেন তিনি। পরবর্তীতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিশ্চিত করেন সাকিবের ছুটি মঞ্জুর হওয়ার বিষয়টি।


এদিকে সাকিবকে সহ নিউজিল্যান্ড সফরের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছিলেন নির্বাচকরা। তবে ছুটি নেয়ার তার পরিবর্তে ফজলে রাব্বিকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে নির্বাচক প্যানেল। বিসিবি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।


এ বছর জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) মৌসুমটা দারুণ কেটেছে বরিশাল ডিভিশনের রাব্বির। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান ছিলেন তিনি। ৬ ম্যাচে ১১ ইনিংসে করেছেন ৬০৩ রান। যেখানে বাঁহাতি এই ব্যাটসম্যানের গড় ৬০.৩০।


promotional_ad

১১ ইনিংসের মধ্যে ৫টিতে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রাব্বি। একটি সেঞ্চুরিও আছে তার। অল্পের জন্য দ্বিশতক মিস করলেও ব্যক্তিগত সর্বোচ্চ ১৮৮ রান। এক ইনিংসে নট আউটও ছিলেন ঘরোয়া ক্রিকেটের এই পরিচিত মুখ।


জাতীয় দলের হয়ে ২০১৮ সালে অভিষেক হয়েছিল রাব্বির। তবে সেবার অভিজ্ঞতা ভালো ছিল না তার। জিম্বাবুয়ের বিপক্ষে ২টি ওয়ানডে খেললেও দুটিতেও ০ রানে আউট হয়েছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।


ঘরোয়া ক্রিকেট অবশ্য অনেক পরিচিত মুখ রাব্বি। এখন পর্যন্ত ৯৪টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন তিনি। ২৮টি হাফ সেঞ্চুরি এবং ১০টি সেঞ্চুরি সহ মোট ৫৩৫৩ রান করেছেন বরিশালের এই ক্রিকেটার। ১০০টি লিস্ট এ ম্যাচ খেলে করেছেন ২৮৯২ রান। ৪৬টি টি-টোয়েন্টি খেলে করেছেন ৭৯৯ রান। 


সব ঠিক থাকলে দুই ম্যাচের এই সিরিজ খেলতে আগামী ৯ ডিসেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১ জানুয়ারি, বে ওভালে। দ্বিতীয় ও শেষ ম্যাচটি ৯ জানুয়ারি হ্যাগলি ওভারে। এই ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।


বাংলাদেশ স্কোয়াড-


মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম,  লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী, ইবাদত হোসেন, আবু জায়েদ চৌধুরী, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাইম শেখ ও ফজলে মাহমুদ রাব্বি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball