promotional_ad

আগ্রাসী ব্যাটিং করার কারণ জানালেন শান্ত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মিরপুর টেস্টে প্রায় দুই দিন বৃষ্টিতে ভেস্তে গেলেও শেষ দিনে ম্যাচ হারের শঙ্কায় বাংলাদেশ। প্রথম ইনিংসে ৭৬ রানে সাত উইকেট হারিয়ে চতুর্থ দিন শেষ করেছে স্বাগতিকরা। এদিন শুরুতেই টপ অর্ডার ব্যাটারদের হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দল। 


তারপরও উইকেটে সময় কাটানোর চেয়ে রান তোলায় বেশি মনযোগী ছিলেন মুশফিকুর রহিম-লিটন দাসরা। সাদা পোশাকের ক্রিকেটে তাদের এমন আগ্রাসী ব্যাটিংয়ের কারণ জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। মূলত আক্রমণাত্মক ক্রিকেট খেলাই ছিল বাংলাদেশের মূল পরিকল্পনা।


promotional_ad

শান্ত বলেন, 'উইকেট আসলেই এত সহজ ছিল না। ডিফেন্সের ওপর আস্থা সবারই আছে। শুধু ডিফেন্স করে করে সারাদিন পার করা কঠিন। সাথে শট খেললে তাদের আক্রমণাত্মক ফিল সেটআপ ছড়িয়ে যেত। আমার মনে হয় না কেউ অতিরিক্ত আগ্রাসী ছিল।'


মিরপুরে এদিন বড় বড় টার্ন পেয়েছেন পাকিস্তানি স্পিনাররা। আর এজন্য বেশি বেশি সুইপ খেলার চেষ্টা ছিল বাংলাদেশী ব্যাটারদের। এ প্রসঙ্গে শান্ত বলেন, 'টার্নিং উইকেটে এলবিডব্লিউ হওয়ার সম্ভাবনা খুবই কম। এমন উইকেটে সবাই সুইপের ওপরেই বেশি আস্থা রাখে। এজন্যই সবাই সুইপ খেলার পরিকল্পনা করেছে।'


প্রথম ইনিংসে বাংলাদেশের একমাত্র স্বীকৃত ব্যাটার হিসেবে অপরাজিত আছেন সাকিব আল হাসান। পঞ্চম দিনে তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে পাকিস্তানি বোলারদের সামাল দিতে হবে সাকিবকে। শান্ত মনে করেন, শেষ দিনে সাকিব-তাইজুলের বড় জুটি হলে এখনও ভালো কিছু সম্ভব।


শান্ত বলেন, 'মার মনে হয় কালকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। সাকিব ভাই ও তাইজুল ভাই যদি জুটি করতে পারে, আরও কিছু রান করতে পারি তাহলে একটা ভালো অবস্থানে যাব। কাল আবার ব্যাটিংয়ের সুযোগ আছে। খুব ভালো ব্যাটিং করতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball