promotional_ad

বাংলাদেশের ব্যাটারদের তাড়াহুড়োর কারণ জানেন না সুজন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে সুবিধাজনক অবস্থানে নেই বাংলাদেশ। সফরকারীদের করা ৩০০ রানের জবাবে মাত্র ৭৬ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছে টাইগাররা। সামনে ঝুলছে ফলোঅনের শঙ্কা।


দুই দিন বৃষ্টির পরও এই টেস্ট হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দেখা গেছে তাড়াহুড়ো। বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, এই টেস্টে বাংলাদেশের ব্যাটারদের কাছ থেকে টেস্টের ব্যাটিং দেখেননি তিনি।


promotional_ad

সুজন বলেন, 'আমি উপর থেকে খেলা দেখেছি। কেন এমন হলো জানি না। অধৈর্য্য ব্যাপারটা ছিল, টেস্ট ব্যাটিং বলতে যা বুঝা্য় সেরকম তো ব্যাটিং করিনি আমরা। কেন এই ব্যাপারটা হচ্ছে সেটা চিন্তার বিষয়। উইকেটে স্পিন হচ্ছিল এবং ওরা ভাল স্পিনও করেছে।'


চতুর্থ দিন পাকিস্তানের এক স্পিনার সাজিদ আলীর বোলিংয়ই সামাল দিতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের পরীক্ষিত ব্যাটাররা। টাইগারদের ৭ উইকেটের মধ্যে ৬টিই গেছে তার ঝুলিতে। যদিও সুজন মনে করেন বাংলাদেশের ব্যাটসম্যানদের মানসম্পন্ন স্পিন খেলার সামর্থ্য আছে।


সুজনের ভাষ্য, 'আমদের তো মান সম্পন্ন স্পিন খেলার সামর্থ্য আমাদের আছে। হয়নি কেন বা এত তাড়াহুড়ো কেন সেটা জানি না, আমরা তো জানি যে আজ সারাদিন ব্যাটিং করার ছিল, কালকের দিনটায় টেস্ট শেষ হবে। চারটা-সাড়ে চারটা সেশন হয়তবা। পাকিস্তান যেভাবে ব্যাটিং করেছে, বিশেষ করে আজহার আলি যেভাবে লম্বা সময় ব্যাট করলো সেখান থেকে আমাদের শিক্ষা নেয়া উচিত ছিল। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball