promotional_ad

কেবল অশ্বিনই ভাঙতে পারেন মুরালিধরনের রেকর্ড!

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টেস্ট ক্রিকেটে মুত্তিয়া মুরালিধরনের ৮০০ উইকেটের মাইলফলককে ধরা হয় অবিনশ্বর হিসেবেই! অথচ শ্রীলঙ্কান কিংবদন্তির গড়া সেই রেকর্ড নাকি ভেঙে ফেলতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের সাবেক অলরাউন্ডার সঞ্জয় বাঙ্গার মনে করেন এমনটাই।


২০২১ সালে প্রথম বোলার হিসেবে টেস্টে ৫০তম উইকেট শিকার করেছেন অশ্বিন। ভারতের এই স্পিনার টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত নিয়েছেন ৪২৭টি উইকেট। ভারতের ইতিহাসে অনিল কুম্বলে (৬১৯) ও কপিল দেবের (৪৩৪) পর সবচেয়ে বেশি উইকেট তার।


promotional_ad

বয়স ৩৫ চলছে অশ্বিনের। ভারতের মতো অসংখ্য প্রতিভাবান স্পিনারদের দেশে এই মুহূর্তে ফিট থেকে নিয়মিত টেস্ট খেলাটাই চ্যালেঞ্জিং হবে তার জন্যে। যদিও বাঙ্গার মনে করেন, কেবল ফিট থাকতে পারলেই মুরালিধরনের মাইলফলক টপকাতে পারবেন অশ্বিন।


তিনি বলেন, 'লম্বা সময় ধরে যদি ফিট থাকে তাহলে মুরালিধরনের রেকর্ডকে সে (অশ্বিন) চ্যালেঞ্জ জানাতে পারে। কেননা মুরালিধরন নিজেই বলেছে, যদি কেউ এই রেকর্ড ভাঙতে পারে তাহলে সে হবে রবিচন্দ্রন অশ্বিন।'


সে যেভাবে লম্বা স্পেল ধরে বোলিং করে, তা আমরা বর্তমান সময়ে কমই দেখতে পাই। টেস্টে যখন সে বোলিং করে তখন সে অফস্পিনে জোর দেয়। আমার মনে হয় সে মুরালির মাইলস্টোন অতিক্রম করতে পারবে। এমনকি সে কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটেও দারুণভাবে ফিরে এসেছে।


সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন অশ্বিন। নিউজিল্যান্ড সিরিজে দুই টেস্ট মিলিয়ে ১৪ উইকেট নিয়েছেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজ সেরার পুরস্কারও লুফে নিয়েছেন অশ্বিন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball