promotional_ad

অ্যাশেজে বদলে যাচ্ছে পার্থ টেস্টের ভেন্যু

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এবারের অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্টের ভেন্যু বদলে যাচ্ছে। শেষ টেস্ট ম্যাচটি পার্থে হওয়ার কথা থাকলেও কোভিডের কারণে সৃষ্ট সীমান্ত সংক্রান্ত জটিলতার কারণে তা আর সেখানে হচ্ছে না। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।


১৪-১৮ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পার্থ টেস্ট। কিন্তু অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি সেখানে হওয়ার সম্ভাবনা নেই, তাই নতুন ভেন্যু খুঁজতে শুরু করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড।


promotional_ad

সিএ'র প্রধান নির্বাহী নিক হকলি বলেন, 'আমরা খুবই হতাশ, কেননা আমরা পার্থ স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন করতে পারছি না। আমরা অনেক চেষ্টা করেছি। সীমান্তের বিষয়টিকে গুরুত্ব দিয়েও আমরা অনেক চেষ্টা করেছি, স্বাস্থ্যগত ব্যাপারেও নজর দিয়েছি। কিন্তু এটা সম্ভব হচ্ছে না।'


সম্প্রতি মাথাচাড়া দিয়ে উঠেছে কোভিড-১৯ এর সর্বশেষ ভ্যারিয়েন্ট ওমিক্রন। এ কারণে বাড়তি সতর্কতা অবলম্বন করেছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া এবং সাউথ অস্ট্রেলিয়া থেকে যারা সেখানে প্রবেশ করে তাদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন দেয় তারা।


অ্যাশেজের চার নম্বর টেস্টটি অনুষ্ঠিত হবে নিউ সাউথ ওয়েলস অঞ্চলে। সিডনি অনুষ্ঠেয় এই ম্যাচটি শেষ হবে ৯ জানুয়ারি। আর তখন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় প্রবেশ করলেও ১৪ দিনের কোয়ারেন্টিন সম্ভব নয়।


মূলত এখানেই বেঁধেছে জটিলতা। এদিকে পার্থ টেস্টের বিকল্প ভেন্যু হিসেবে সিডনি ও মেলবোর্নের নাম শোনা যাচ্ছে। সিডনি ও মেলবোর্নের আয়োজকরাও এই ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball