promotional_ad

প্রথম টেস্টের একাদশ ঘোষণা করলেন কামিন্স

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


৮ ডিসেম্বর ব্রিসবেনে শুরু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ। সিরিজের প্রথম টেস্ট শুরুর কয়েকদিন আগে একাদশ ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার নব্য টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স।


কামিন্সের সামনে চ্যালেঞ্জ ছিল একটাই। মিডল অর্ডারে ট্রাভিস হেড বা উসমান খাওয়াজার মতো দুজন অভিজ্ঞ ও ইনফর্ম ব্যাটারদের একজনকে বেছে নেয়া। অধিনায়ক শেষ পর্যন্ত বেছে নিয়েছেন হেডকেই।


promotional_ad

কামিন্স বলেন, 'এই সিদ্ধান্ত নেয়া কঠিন ছিল। দুটোই ভালো অপশন ছিল। দুজনই দারুণ ফর্মে। উজির (উসমান খাওয়াজা) অভিজ্ঞতা অনেক, তাকে স্কোয়াডে পেয়ে আমরা ভাগ্যবান। কিন্তু শেষ দুই বছরে ট্রাভ (ট্রাভিস হেড) আমাদের হয়ে অনেক খেলেছে।'


এছাড়া প্রত্যাশিত একাদশই গঠন করেছে অস্ট্রেলিয়া। দলটির টেস্ট উইকেটরক্ষক হিসেবে অভিষেক হতে যাচ্ছে অ্যালেক্স ক্যারির। কামিন্সের সঙ্গে পেস বিভাগে আছেন মিচেল স্টার্ক এবং জস হ্যাজেলউড। স্পিনার হিসেবে আছেন নাথান লায়ন।


দলে ডেভিড ওয়ার্নারের সঙ্গে অনুমিতভাবেই ওপেন করবেন মারকাস হ্যারিস। তিনে গত অ্যাশেজ মাতানো মারনাস ল্যাবুশেন। চার নম্বরে অস্ট্রেলিয়ার নব্য সহ-অধিনায়ক স্টিভ স্মিথ। পাঁচ নম্বরে আছেন ক্যামেরন গ্রিন।


অস্ট্রেলিয়া একাদশ- মারকাস হ্যারিস, ডেভিড ওয়ার্নার, মারনাস ল্যাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জস হ্যাজেলউড।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball