Connect with us

ভারতীয় ক্রিকেট

তবুও ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের সম্ভাবনা দেখছেন সৌরভ


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

আফ্রিকা অঞ্চলে ছড়িয়ে পড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এর ফলে ভারতের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে এখনও পর্যন্ত এই সফরের ব্যাপারে ইতিবাচক বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

আগামী মাসে সমান সংখ্যক তিনটি টেস্ট ও ওয়ানডে এবং চারটি টি-টোয়েন্টি খেলতে দক্ষিণ আফ্রিকা সফর করার কথা ভারতের। এই সফরে আগামী ১৭ ডিসেম্বর থেকে ২৬ জানুয়ারী পর্যন্ত দক্ষিণ আফ্রিকার মাটিতে অবস্থান করবে বিরাট কোহলি-রোহিত শর্মারা।

দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত যে অবস্থা তাতে সফর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পরিস্থিতির আরও অবনতি হলে সেক্ষত্রে নতুন করে ভাববে বিসিসিআই। তাই এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন না তারা, এমনটাই বলেছেন সৌরভ গাঙ্গুলি।

বিসিসিআই সভাপতি বলেন, 'এখনও পর্যন্ত যা বুঝতে পারছি, এই সফর হচ্ছে। আমাদের এখনও সিদ্ধান্ত নেয়ার সময় আছে। প্রথম টেস্ট ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আমরা এটি নিয়ে চিন্তাভাবনা করব।'

তিনি আরও বলেন, 'বিসিসিআই সবসময় খেলোয়াড়দের নিরাপত্তা ও স্বাস্থ্যকে সবচেয়ে বেশি প্রধান্য দেয়। এটার জন্য সম্ভাব্য সবকিছুই আমরা করতে পারি। সামনের দিনগুলো দেখে আমরা সিদ্ধান্ত নেব।'

এদিকে করোনার নতুন এই ভ্যারিয়েন্টের প্রকোপ দ্রুত বৃদ্ধি পাওয়ায় সফর সংক্ষিপ্ত করে সিরিজের মাঝপথেই দেশে ফিরছে নেদারল্যান্ডস। স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল ডাচদের। গত শুক্রবার (২৬ নভেম্বর) স্বাস্থ্যবিধি মেনে মাঠে গড়িয়েছিল প্রথম ওয়ানডে। এর পর তারা সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছে।

সর্বশেষ

১৩ আগস্ট, শনিবার, ২০২২

বাংলাদেশের ইনিংস ঘোষণা

১২ আগস্ট, শুক্রবার, ২০২২

ডারবানের হয়ে খেলবেন লক্ষ্ণৌয়ের ঘরের ছেলে ডি কক-হোল্ডার

১২ আগস্ট, শুক্রবার, ২০২২

সবাই চাচ্ছিলো আমি যেন রান করি: বিজয়

১২ আগস্ট, শুক্রবার, ২০২২

পাকিস্তানের বিশ্বকাপ পরিকল্পনায় নেই মালিক, জানিয়ে দিলেন বাবর

১২ আগস্ট, শুক্রবার, ২০২২

ওয়ানডেতেও ফিরলেন হেটমায়ার

১২ আগস্ট, শুক্রবার, ২০২২

এমআই এমিরেটসের হয়ে খেলবেন পোলার্ড-বোল্টরা

১২ আগস্ট, শুক্রবার, ২০২২

মরগানের নেতৃত্বে খেলবেন মাশরাফি

১২ আগস্ট, শুক্রবার, ২০২২

পুরস্কারের অর্থ লঙ্কান শিশুদের দান করেছেন কামিন্স-ওয়ার্নাররা

১২ আগস্ট, শুক্রবার, ২০২২

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও হারলো আফগানিস্তান

১২ আগস্ট, শুক্রবার, ২০২২

জিম্বাবুয়ে সফরে ভারতকে নেতৃত্ব দেবেন রাহুল

আর্কাইভ

বিজ্ঞাপন