promotional_ad

হাসান আলীর ওপর ক্ষোভ আসাটা যৌক্তিক, মন্তব্য শেবাগের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে ম্যাথু ওয়েডের ক্যাচ লুফে নিতে ব্যর্থ হন হাসান আলী। জীবন পেয়ে অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতান ওয়েড। ম্যাচ হারের পর অনেক সমালোচনা হয় হাসানকে নিয়ে। বিষয়টি যৌক্তিকভাবেই নিচ্ছেন বীরেন্দর শেবাগ।


এবারের আসরের দ্বিতীয় সেমিফাইনালে ১৭৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামার পর ম্যাচের একপর্যায়ে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১০ বলে ২০ রান। শাহিন আফ্রিদির বলে তখন মিড উইকেট অঞ্চলে ওয়েডের ক্যাচ ছাড়েন হাসান।


promotional_ad

সেই বলেই দুই রান নেন ওয়েড। এরপরের তিন বলে তিনটি ছক্কা হাঁকিয়ে অস্ট্রেলিয়াকে জিতিয়ে দেন এই উইকেটরক্ষক ব্যাটার। ম্যাচের পর পুরো পাকিস্তানে 'শত্রু'তে পরিণত হন হাসান।


বিষয়টিকে স্বাভাবিকভাবে নিয়ে শেবাগ বলেন, 'দল হারলে আসলে এরকম প্রতিক্রিয়াই হয়। পুরো পাকিস্তান এখন হাসান আলীকে দায় দেবে হারার জন্য। কেননা সে ক্যাচ ছাড়ার পর ওয়েড তিন বলে তিন ছক্কায় খেলা শেষ করে দিয়েছে।'


তিনি আরও বলেন, 'লোকের ক্ষোভ তাই যৌক্তিকই বটে। পাশাপাশি আমি এটিও বলব, এতদিন পাকিস্তানিরা দলকে দারুণভাবে সমর্থন দিয়ে গেছে। হারার পরও দলকে সমর্থন দিয়ে যাওয়া উচিত।'


এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে পাঁচ ম্যাচ খেলে পাঁচটিতেই জেতে পাকিস্তান। একে একে ভারত, নিউজিল্যান্ড, আফগানিস্তান, নামিবিয়া ও স্কটল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল তারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball