promotional_ad

সেমিফাইনালের আগে দুইদিন আইসিইউতে ছিলেন রিজওয়ান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল শেষে জানা গেল, ম্যাচটির আগে দুইদিন আইসিইউতে (ইন্টেন্সিভ কেয়ার ইউনিট) ছিলেন মোহাম্মদ রিজওয়ান। বুকে ব্যথার কারণে আইসিইউতে ভর্তি হতে হয়েছিল পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটারকে।


ম্যাচের আগেরদিন অবশ্য পাকিস্তান টিম ম্যানেজমেন্ট জানিয়েছিল, হালকা জ্বরে আক্রান্ত হওয়ায় সেমিফাইনালে অনিশ্চিত রিজওয়ান ও শোয়েব মালিক।


promotional_ad

পাকিস্তানের ব্যাটিং পরামর্শক ম্যাথু হেইডেনও বলেছিলেন, রিজওয়ান হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যদিও অবস্থার ভয়াবহতা বলেননি কেউই। পাকিস্তানের ম্যানেজমেন্ট কৌশলে ব্যাপারটি গোপনে রেখেছিল।


কিন্তু সেমিফাইনালের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় রিজওয়ানের একটি ছবি। যেখানে দেখা যায়, আইসিইউর বেডে শুয়ে আছেন তিনি।


ম্যাচের পর পাকিস্তান দলের চিকিৎসক নাজিব সোমরো বলেন, ‘৯ নভেম্বরের প্রচণ্ড বুকের ব্যথার কথা জানায় রিজওয়ান। ফলে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। সেরে ওঠার জন্য দুই দিন আইসিইউতে থাকতে হয়েছে তাকে।’


তিনি আরও বলেন, ‘সে অস্বাভাবিক দ্রুততার সঙ্গে সেরে উঠেছে এবং ম্যাচের আগেই ফিট হয়ে গেছে। দেশের জন্য তার নিবেদন ও আত্মত্যাগের উদাহরণই দেখলাম আমরা। মাঠে সে কেমন খেলেছে তা তো সবাই দেখলো।’


অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫২ বলে ৬৭ রানের ইনিংস খেলেন রিজওয়ান। এই ম্যাচের মাঝেও একবার বাউন্সারের আঘাত লাগে রিজওয়ানের মাথায়। যদিও মানসিকভাবে ভেঙে পড়েননি তিনি। যদিও ম্যাচটি হেরে ফাইনালে ওঠা হলো না পাকিস্তানের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball