promotional_ad

সাকিব-ভিসেকে হটিয়ে আইসিসির অক্টোবর সেরা আসিফ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের অক্টোবর সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ার তালিকায় মনোনয়ন পেয়েছিলেন সাকিব আল হাসান, আসিফ আলী ও ডেভিড ভিসে। সাকিব ও ভিসেকে হটিয়ে আইসিসির অক্টোবর সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন আসিফ।


গত অক্টোবরে দুটি বিধ্বংসী ইনিংস খেলেন পাকিস্তানের ফিনিশার আসিফ। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিউজিল্যান্ডের বিপক্ষে ১২ বলে ২৭* এবং আফগানিস্তানের বিপক্ষে ৭ বলে ২৫* রানের অসাধারণ দুটি ইনিংস খেলেন তিনি।


বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে এক ওভারে তাঁর চারটি ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতানো বিশ্ব মহলে অনেক প্রশংসা কুঁড়িয়ে নিয়েছে। এই অসাধারণ দুটি ইনিংসের কারণে অক্টোবরের মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হন আসিফ।


promotional_ad

আইসিসির ভোটিং একাডেমীর সদস্য ইরফান পাঠান এই ব্যাপারে বলেন, 'পরাজয়ের মুখ থেকে দলকে জেতাতে সাহায্য করা সত্যিই দারুণ। আসিফ আলী সত্যিই দারুণ। সে একটি নয়, দুটি অসাধারণ ইনিংস খেলেছে।'


গত অক্টোবর মাসে ব্যাটে-বলে অসাধারণ পারফর্ম করেছেন সাকিব। ইনজুরিতে বিদায় নেয়ার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ছয় ম্যাচে খেলার সুযোগ হয়েছে তাঁর।


সেই ছয় ম্যাচে ২১.৮৩ গড়ে ১৩১ রান করেন সাকিব। পাশাপাশি ৫.৫৯ ইকোনমি রেটে নেন ১১ উইকেট। আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও এক নম্বরে জায়গা করে নেন তিনি। তাঁর এমন পারফরম্যান্সের কারণেই আইসিসি তাঁকে অক্টোবরের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে রাখে।


এদিকে নামিবিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে জায়গা পাইয়ে দিতে অনবদ্য ভূমিকা রেখেছেন ভিসে। তিনি ২৭ গড়ে করেছেন ১৬২ রান। পাশাপাশি বল হাতে ৭.২৩ ইকোনমি রেটে সাত উইকেট নিয়েছেন ভিসে।


সাকিব-ভিসে নির্বাচিত না হওয়ার কারণ হিসেবে ইরফান পাঠান বলেন, 'যদিও আসিফ বাকি দুই ক্রিকেটারের চাইতে কম রান করেছে। কিন্তু চাপের মুহূর্তে সে দুটি জয় ছিনিয়ে নিয়েছে, এটাই পার্থক্য গড়ে দিয়েছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball