promotional_ad

রোহিতই হচ্ছেন অধিনায়ক, কোহলি-শাস্ত্রীর ইঙ্গিত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


রাহুল দ্রাবিড় ভারতের কোচ হিসেবে নিযুক্ত হলেও এখনো টি-টোয়েন্টির নতুন অধিনায়কের নাম ঘোষণা করেনি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। গুঞ্জন শোনা যাচ্ছে, রোহিত শর্মাই হবেন ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটের পরবর্তী অধিনায়ক। বিদায়ি অধিনায়ক বিরাট কোহলি ও বিদায় কোচ রবি শাস্ত্রীরও এমনটা ইঙ্গিত দিয়েছেন।


টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই এই সংস্করণের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন কোহলি। নতুন অধিনায়ক হিসেবে রোহিতের নামই বেশি শোনা গেছে। বিদায়বেলা কোহলি জানান, রোহিত লম্বা সময় ধরেই দলের দেখভাল করে আসছেন।


promotional_ad

তিনি বলেন, ‘ভারতের অধিনায়কত্ব করতে পারা আমার কাছে গর্বের বিষয়। আমি নিজের সেরাটা উজাড় করে দিয়েছি। দীর্ঘতম সংস্করণের জন্য সংক্ষিপ্ততম সংস্করণের অধিনায়কত্ব ছাড়তে হবে। এবার দলকে এগিয়ে নেবে বাকিরা। রোহিত এমনিতেই দেখভাল করছে।’


রোহিত ইতোমধ্যেই নেতা হিসেবে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। ভারতের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক তিনি। এখনও পর্যন্ত পাঁচবার তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।


রোহিতের নেতৃত্বগুণ সম্পর্কে শাস্ত্রী বলেন, 'আমার মনে হয় রোহিতই হবে। আপনি সামর্থ্যবান একজনকেই পাচ্ছেন। সে আইপিএলে অনেক শিরোপা জিতেছে এবং বর্তমান দলের সহও অধিনায়কও সে। নেতৃত্বের ভার তুলে নিতে সে প্রস্তুত।'


এদিকে রোহিত নেতৃত্বভার পেলেও আসন্ন নিউজিল্যান্ড সিরিজে লোকেশ রাহুলকে দেখা যাবে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে- এমন গুঞ্জনও আছে ভারতের মিডিয়ায়। এতদিন একটানা খেলে গিয়েছেন রোহিত, তাঁকে কিছুটা বিশ্রাম দিতেই নাকি এমন সিদ্ধান্ত নেয়া হবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball