promotional_ad

ওয়ানডেতে নেতৃত্ব হারাচ্ছেন কোহলি!

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এ সংস্করণে ভারতের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে রেখেছেন বিরাট কোহলি। এবার ওয়ানডেতে কোহলিকে অধিনায়কত্ব থেকে বাদ দিতে যাচ্ছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ভারতের গণমাধ্যমগুলোতে চলছে এমনই গুঞ্জন।


কোহলির নেতৃত্বে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেই ভরাডুবি ভারতের। যার দায় অনেকটা পড়েছে অধিনায়কের কাঁধে। এছাড়াও কোহলির নেতৃত্বে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপসহ মোট চারটি আইসিসি ইভেন্টে খেলেছে ভারত। যার সবগুলোতেই শিরোপা লুফে নিতে ব্যর্থ হয়েছে কোহলির দল।


promotional_ad

ওয়ানডেতে কোহলির অধিনায়কত্ব প্রসঙ্গে ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসকে বিসিসিআইয়ের এক সূত্র বলেছে, ‘এখন যদি আমাকে বা অন্য কাউকে জিজ্ঞেস করেন, তাহলে বলব ওয়ানডে অধিনায়ক হিসেবে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন আছে।’


বিসিসিআই সেই সূত্র আরও বলেছে, ‘বিসিসিআই খুব অসন্তুষ্ট। বিরাটের ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে বড় রকমের প্রশ্ন আছে। এখনো তিন ম্যাচ (টি-টোয়েন্টি বিশ্বকাপে) বাকি, যদি ভারত কোনোভাবে ঘুরে দাঁড়ায় এবং পরের পর্বে উঠে যায়, তাহলে সবকিছু বদলে যেতে পারে।


এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই দায়িত্ব ছাড়তে যাচ্ছেন রবি শাস্ত্রী। তিনি দায়িত্ব ছাড়লে ভারতের প্রধান কোচ হতে পারেন রাহুল দ্রাবিড়। আর কোহলির পর নেতৃত্বভার কার কাঁধে উঠছে, দ্রাবিড়ের সঙ্গে আলোচনা করেই তা ঠিক করবে বিসিসিআই।


বিসিসিআই সূ্ত্র জানিয়েছে, ‘এখনো কারও নাম বলার সময় হয়নি। বিশ্বকাপ আগে শেষ হোক। রাহুল দ্রাবিড় হয়তো দলের সঙ্গে কোচ হিসেবে যোগ দিতে পারে। এ ব্যাপারে তাঁর সঙ্গে কথা হবে। রোহিত না অন্য কেউ, নাকি বিরাটই চালিয়ে যাবেন, সবকিছুই পরে করা হবে। এমনও হতে পারে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে একজন অধিনায়ক ও টেস্টে একজন থাকবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball