promotional_ad

কোহলি-ধোনির মতো আসিফও নিজের ভবিষ্যত লিখবে: হেইডেন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপে হার্ড হিটিং দিয়ে চমক দেখাচ্ছেন আসিফ আলী। এখন পর্যন্ত দুই ম্যাচে দলের প্রয়োজনীয় মুহূর্তে দ্রুত রান তুলে পাকিস্তানকে ম্যাচ জেতাতে বড় ভূমিকা রেখেছেন তিনি। ম্যাথু হেইডেন মনে করেন, ক্রিকেটে হার্ড হিটিং একটি দুর্লভ প্রতিভা যা আসিফের মধ্যে দেখা যায়। এই প্রতিভার মাধ্যমে নিজ ভবিষ্যতের রচনা করবেন তিনি, বিশ্বাস হেইডেনের।


নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ২৭ রান করার পর আফগানিস্তানের বিপক্ষেও দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল আসিফের। আফগানদের বিপক্ষে শেষ দুই ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ২৪ রান। এমন সমীকরণের সামনে ১৯তম ওভারে করিম জানাতকে চার ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেছিলেন এই হার্ড হিটার ব্যাটার।


promotional_ad

হেইডেন বলেন, ‘আসিফের প্রতিভা আছে। ডেথ ওভারে পাওয়ার হিটিং করার মানসিকতা এবং ক্ষমতা দুটোই তার আছে। খুব বেশি ক্রিকেটারের এমন প্রতিভা থাকে না। হার্ড হিটিং একটা দুর্লভ প্রতিভা এবং আসিফের তা আছে।’


পাকিস্তানের ব্যাটিং কোচ আরও বলেন, ‘কোহলি এবং ধোনিকে আপনার মনে রাখতে হবে। তারা নিজের মতো করে ভবিষ্যত লিখেছে। আসিফেরও সময় আসবে এবং সে নিজের মতো করে ভবিষ্যত লিখবে।’


আসিফ ক্যারিয়ারের শুরুতে ঘরোয়া লিগে সতীর্থ হিসেবে পেয়েছিলেন মিসবাহ-উল হককে। পরবর্তীতে জাতীয় দলে আসার পর তাঁকে কোচ হিসেবেও পেয়েছেন তিনি। এই সময়ে মিসবাহর সঙ্গে নিজের ব্যাটিং নিয়ে কাজ করেছেন আসিফ।


আসিফ বলেন, ‘আমার ক্যারিয়ারের শুরুতে ফয়সালাবাদে মিসবাহ ভাইয়ের সঙ্গে খেলেছি এবং আমার ক্রিকেট ক্যারিয়ারের পেছনে তাঁর বড় ভূমিকা আছে। তিনি পাকিস্তানের কোচ হওয়ার পর আমাকে নিয়ে অনেক কাজ করেছেন।’


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball