promotional_ad

বাংলাদেশ ম্যাচের আগে উইন্ডিজ দলে হোল্ডার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ডান পায়ের চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে ছিটকে গেছেন ওবেড ম্যাককয়। এ কারণে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ম্যাককয়ের বদলি হিসেবে জেসন হোল্ডারকে দলের সঙ্গে সংযুক্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ।


হোল্ডারকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক রজার হার্পার। অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার হওয়ায় উইন্ডিজ দলের জন্য হোল্ডার বেশ উপযুক্ত হবে বলে জানিয়েছেন তিনি।


promotional_ad

এ প্রসঙ্গে হার্পার জানিয়েছেন, ‘হোল্ডার অনেকদিন ধরেই সংযুক্ত আরব আমিরাতে রয়েছে এবং আশা করছি সে দলের জন্য বেশ উপযুক্ত হবে। সে একজন অভিজ্ঞ এবং দারুণ ক্রিকেটার যার সম্পর্কে আমরা ভালোভাবেই জানি। সেও হয়ত সুযোগটি নিতে পেরে উচ্ছ্বসিত হবে।'


এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ সদস্যের ঘোষিত দলে হোল্ডারকে রাখেনি ক্যারিবীয়রা। যদিও ড্যারেন ব্র্যাভো, শেলডন কটরেলদের সঙ্গে হোল্ডারকে রিজার্ভ দলে রেখেছিল তারা।


টি-টোয়েন্টিতে উইন্ডিজের হয়ে বল হাতে ২৭ ম্যাচে ২২ উইকেট ও ব্যাটিংয়ে ২০১ রান করেছেন হোল্ডার। ব্যাটিং ও বোলিংয়ে দলকে সমানভাবে সার্ভিস দিতে পারায় ম্যাককয়ের চোটে দলে সুযোগ পেয়েছেন তিনি।


শুক্রবার (২৯ অক্টোবর) টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে কাইরন পোলার্ডবাহিনী। দলে পরিবর্তন আসলে এই ম্যাচে একাদশে দেখা যেতে পারে হোল্ডারকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball