promotional_ad

মাশরাফির সমালোচনা কানে নিচ্ছেন না গিবসনরা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে পারফরম্যান্সে সেভাবে আলো ছড়াতে পারেনি বাংলাদেশ। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে মাত্র দুটিতে জয় পেয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে বাগে পেয়েও হারাতে পারেনি টাইগাররা।


এমন পারফরম্যান্সের পর ব্যাপক সমালোচনা হচ্ছে। সেটাতে গা ভাসিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। যেখানে বাংলাদেশের কোচিং স্টাফদের দিকে আঙুল তুলেছেন তিনি। শ্রীলঙ্কা বিপক্ষে ম্যাচসহ অন্যান্য ক্ষেত্রে কোচদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। তবে সেটি কানে নিচ্ছেন না ওটিস গিবসনরা।


promotional_ad

নিজের ফেসুবক অ্যাকাউন্টের লেখা পোস্টের একটি অংশে মাশরাফি লেখেন, ‘মানলাম, অন ফিল্ড ক্যাপ্টেন’স কল ইজ ফাইনাল। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের ক্রাঞ্চ মোমেন্টে কি কোচ ডিসকাশন করে না? ক্যাপ্টেন তখন বিভিন্ন বিষয়ে চাপে থাকে। তার প্ল্যান কী, এটা কি জানতে চেয়েছিল কোচ? আর যদি কথা হয়ে থাকে, তাহলে কি কোচের প্রেস হ্যান্ডেল (প্রেস কনফারেন্সে) করা উচিত ছিল না? কারণ রিয়াদের ভুলটা ধরা হয়েছে ঠিক ঐ সময় থেকেই।’


বাংলাদেশের সাবেক অধিনায়ক আরও একটি অংশে লিখেন, ‘এখন টিম ম্যানেজমেন্ট দেখলে মনে হয় একটা রিহ্যাব সেন্টার, যেখানে সাউথ আফ্রিকার সব চাকরি না পাওয়া কোচগুলো একসাথে আমাদের রিহ্যাব সেন্টারে চাকরি করছে। এদের বাদ দেওয়া আরও বিপদ, কারণ চুক্তির পুরো টাকাটা নিয়ে চলে যাবে। তাহলে দাঁড়াল কি, তারা যতদিন থাকবে আর মন যা চাইবে, তাই করবে।’


মাশরাফি সমালোচনা করলেও সেটিতে কান দিচ্ছেন না গিবসন। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের এই বোলিং কোচ জানিয়েছেন, এটি নিয়ে তাদের আগ্রহ নেই। সেই সঙ্গে তিনি মনে করেন যে, বাইরে থেকে কেউ কিছু বললে সেটা দিয়ে লাভ হয় না।


গিবসন বলেন, ‘আমরা বাইরের কারো কথা নিয়ে ভাবছি না। এটা নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ কী বলেছে তা আমরা নিয়ন্ত্রণ করতে পারব না। আমরা শুধু আমাদের দলে এবং আশেপাশে যা বলা হচ্ছে সেটা নিয়ন্ত্রণ করতে পারব। আমরা জানি বাংলাদেশ দলের কোচিং নিয়ে আমরা কী করছি। বাইরে থেকে কেউ কিছু বললে সেটা নিয়ে লাভ হয় না!’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball