promotional_ad

প্রথম পর্বে রানার্সআপ হলে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার গ্রুপে খেলবে বাংলাদেশ

ফাইল ফটো
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে বি গ্রুপে রানার্স আপ হলে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার 'গ্রুপ-১'-এ খেলতে হবে সাকিব আল হাসান- মুস্তাফিজুর রহমানদের বাংলাদেশকে।


প্রথমে অবশ্য আইসিসি জানিয়েছিল ভিন্ন কথা। তাদের নিয়ম অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে 'বি গ্রুপে' চ্যাম্পিয়ন বা রানার্সআপ যা-ই হোক না কেন, বাংলাদেশ সরাসরি চলে যাওয়ার কথা 'গ্রুপ-২' তে। যেখানে আছে ভারত-পাকিস্তানের মতো শক্তিশালী দল।


promotional_ad

কিন্তু আসর শুরুর তিন দিন পর আরেকটি মেইল পাঠায় আইসিসি। যেখানকার নতুন নিয়ম পড়ে বোঝা যায়, 'বি গ্রুপে' চ্যাম্পিয়ন হলে 'গ্রুপ-২' তে অর্থাৎ ভারত-পাকিস্তানে যাবে বাংলাদেশ।


আর 'বি গ্রুপে' রানার্স আপ হলে 'গ্রুপ-১' অর্থাৎ, ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার গ্রুপে খেলতে হবে বাংলাদেশকে। যেখানে আরও আছে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার মতো বড় দল।


ইতোমধ্যেই স্কটল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ। এরপর অবশ্য ওমানের বিপক্ষে জিতেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। শেষ ম্যাচে, আগামি ২১ অক্টোবর পাপুয়া নিউ গিনির বিপক্ষে নামবে লাল-সবুজের দল।


টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার-১২ তে যেতে হলে সেই ম্যাচে অবশ্যই জিততে হবে বাংলাদেশকে। এরপর তাকিয়ে থাকতে হবে ওমান এবং স্কটল্যান্ডের ম্যাচের দিকেও।


ইতোমধ্যেই দুটি জয় পাওয়া স্কটল্যান্ড শেষ ম্যাচে জিতলে বাংলাদেশের জন্য পরের রাউন্ডে যাওয়া সহজ হবে। কিন্তু ওমান যদি স্কটল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে নেট রান রেটের সমীকরণে পড়তে হবে বাংলাদেশকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball