promotional_ad

আমরা সমর্থকদের হতাশ করেছি: মাহমুদউল্লাহ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়ায় খুবই হতাশ মাহমুদউল্লাহ রিয়াদ। তুলনামূলক খর্বশক্তির দল স্কটল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়ায় মর্মাহত হয়েছে ওমান ও সারাবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশের সমর্থকরা। দর্শকদের হতাশ করার কথা অকপটে স্বীকারও করেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।


ম্যাচ শেষে গণমাধ্যমে মাহমুদউল্লাহ বলেন, 'সমর্থকরা দারুণ ছিল। মাঠটাও দারুণ। উইকেটও বেশ সুন্দর। আমরা খুব ভালো সমর্থন পেয়েছি। আমি মনে করি, আমরা তাদের হতাশ করেছি।'


promotional_ad

আর আমেরাত স্টেডিয়ামে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ১৪০ রান করেছে স্কটল্যান্ড। জবাবে ২০ ওভারে সাত উইকেটে ১৩৪ রান করে থেমে যায় বাংলাদেশ।


বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৩৮ রান আসে মুশফিকুর রহিমের ব্যাটে। এছাড়া মাহমুদউল্লাহ ২৩ ও সাকিব আল হাসান ২০ রান করেন। শেষদিকে শেখ মেহেদি ৫ বলে ১৩* রান করলেও পরাজয় এড়াতে পারেনি বাংলাদেশ।


ম্যাচ শেষে মাহমুদউল্লাহ আরও বলেন, 'আমি খুবই হতাশ। আমি মনে করি, এসব উইকেটে ১৪০ রান অবশ্যই অতিক্রম করা যেত। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা অনেক কিছুই ঠিকভাবে করতে পারিনি। আমাদের সেসব জায়গায় নজর দিতে হবে। যেন আমরা সেখানে ভালো করতে পারি।'


টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের বাকি দুই ম্যাচ বাংলাদেশ খেলবে ওমান এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে। যথাক্রমে আগামি ১৯ এবং ২১ অক্টোবর একই স্টেডিয়ামে খেলতে নামবে তারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball