promotional_ad

নিয়মিতই ১০০ মিটারের ছক্কায় চোখ রাসেলের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বর্তমান সময়ের ক্রিকেটে আদর্শ পাওয়ার হিটিংয়ের বড় উদাহরণ আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান এই অলরাউন্ডারকে পাওয়ার শট খেলার ব্যাপারে অনুপ্রাণিত করেছেন ক্রিস গেইল। প্রতি বছর অসংখ্য ছক্কা হাঁকালেও ১০০ মিটারের ছক্কা খুব বেশি হাঁকানো হয় না রাসেলের। এবার সেদিকেই চোখ রাখছেন আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই মূল্যবান হার্ডহিটার।


২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে অভিষেক হয় রাসেলের। আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার কয়েক বছরের মধ্যে ক্রিকেট বিশ্বে আলাদাভাবে জায়গা করে নিয়েছেন তার পাওয়ার হিটিং দিয়ে। বড় শট খেলতে ফিটনেস খুবই গুরুত্বপূর্ণ, তাই তিনি নিজেকে ফিট রাখতে বরাবরই সতর্ক এই ক্যরিবিয়ান অলরাউন্ডার।


promotional_ad

রাসেল বলেন, ‘শারীরিকভাবে ফিট থাকতে প্রতিদিন ২০ থেকে ৩০টি পুশ-আপ দেয়ার চেষ্টা করি। আমি বছরে দুই-একবার ১০০ মিটারের উপরে ছক্কা মারি তবে এটা নিয়মিত করতে চাই।’


তিনি আরও বলেন, ‘আমি গেইল থেকে অনেক কিছু শিখেছি। বাউন্ডারিতে শট খেললে আমি ভয়ে থাকি তাই সে পরামর্শ দিয়েছে বাউন্ডারির উপর দিয়ে শট খেলতে। যাতে নিশ্চিত করতে পারি যে, এটা ছক্কা ।’


সাধারণত একজন ব্যাটসম্যান তার স্কিলের সর্বোচ্চ ব্যবহার করে বাউন্ডারি মারেন। কিন্তু রাসেল এই জায়গায় অন্যদের থেকে আলাদা। সে টাইমিংয়ের চেয়ে পেশী শক্তির ওপর বেশি নির্ভর করে।


এ প্রসঙ্গে রাসেল বলেন, ‘শট খেলার সময় আমি সর্বোচ্চ শক্তি দিয়ে আমি বলকে আঘাত করি। কেউ কেউ টাইমিংয়ের ওপর নির্ভর করে শট খেলে কিন্তু আমি শক্তি দিয়ে শট খেলতে পছন্দ করি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball