promotional_ad

শেষ মুহূর্তে বাংলাদেশের বিশ্বকাপ দলে রুবেল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


প্রায় মাসখানেক আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছিল বাংলাদেশ। তবে স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ ছিল ১০ অক্টোবর পর্যন্ত। সেই সুযোগটাই লুফে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 


বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনার সময় শেষ হওয়ার একেবারে শেষ মুহূর্তে রুবেল হোসেনকে মূল দলে অন্তর্ভূক্ত করেছে বিসিবি। যদিও বিশ্বকাপে রিজার্ভ ক্রিকেটার হিসেবে ছিলেন ৩১ বছর বয়সি এই পেসার। এক বিবৃতিতে রুবেলকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।


promotional_ad

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘শনিবার আমাদের নির্বাচক প্যানেল টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে পেসার রুবেল হোসেনকে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে। রুবেল টি-টোয়েন্টি স্কোয়াডের প্রশিক্ষণের জন্য জন্য স্ট্যান্ডবাই হিসেবে ওমান ভ্রমণ করেছিল এবং এখন দলের সদস্য হিসেবে স্কোয়াডের সঙ্গে থাকবে। সে বাংলাদেশের হয়ে ২৮টি টি-টোয়েন্টি খেলেছে।’


টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ‘বি’ গ্রুপে বাংলাদেশ। যেখানে টাইগারদের প্রতিপক্ষ ওমান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা।


১৭ অক্টোবর দিনের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাহমুদউল্লাহর দল। বাংলাদেশ সময় রাত ৮ টায়। বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ওমান। ১৯ অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মাঠে নামবে এই দুই দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে বাংলাদেশ।


২১ অক্টোবর বিকেল চারটায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশের সবগুলো ম্যাচ মাঠে গড়াবে ওমানে। বাছাই পর্ব উতরে যেতে পারলে মূল পর্বে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাবে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ড। এ ছাড়া বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দলের সঙ্গেও খেলতে হবে টাইগারদের।


বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাইম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং রুবেল হোসেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball