promotional_ad

ভারতকে হারাতে পারলে ‘ব্ল্যাঙ্ক চেক’ পাচ্ছে পিসিবি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে বেশ দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছেন রমিজ রাজা। নিরাপত্তা ইস্যুতে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের সিরিজ বাতিলের ঘটনার পর পিসিবির অর্থনৈতিক দুরবস্থা নিয়েও চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি। তবে আর্থিক দৈন্যতা কাটানোর জন্য পিসিবির সামনে দারুণ সুযোগ এসেছে বলে জানিয়েছেন তিনি।


এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী ২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে লড়বে পাকিস্তান। ক্রিকেট ইতিহাসের অন্যতম উত্তেজনাপূর্ণ এই ম্যাচ দিয়ে নিজেদের আর্থিক দুর্দশা কাটানোর সুযোগ থাকছে পাকিস্তানের। কেননা ম্যাচটিতে ভারতকে হারাতে পারলে পিসিবিকে ‘ব্ল্যাঙ্ক চেক’ দিতে রাজি হয়েছেন এক ধনী বিনিয়োগকারী।


promotional_ad

এ প্রসঙ্গে রমিজ বলেন, ‘একজন শক্তিশালী বিনিয়োগকারী আমাকে বলেছিলেন যে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান যদি ভারতকে হারাতে পারে তাহলে পিসিবির জন্য একটি ব্ল্যাঙ্ক চেক প্রস্তুত রয়েছে।’


ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বাৎসরিক আয়ের শতকরা ৯০ ভাগই যোগান দেয় পাকিস্তানের চিরশত্রু ভারত। সেই সুযোগ ব্যবহার করে আইসিসির কাছ থেকে মোটা অঙ্কের অর্থ বাগিয়ে নেয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বিপরীতে পাকিস্তান থেকে কোনো ধরনের আর্থিক সুবিধা পায় না আইসিসি। যে কারণে আইসিসির কাছ থেকে পিসিবির প্রাপ্ত অর্থের পরিমাণ বিসিসিআইয়ের চেয়ে বেশ কম।


এ থেকেই পরিষ্কার, ভবিষ্যতে ভারত আইসিসিকে অর্থ বিনিযোগ করা বন্ধ করলে আরো বিপাকে পড়বে পিসিবি। তাই আইসিসির ওপর ভরসা না করে নিজেদের সমৃদ্ধ হওয়ার উপায় বের করতে বোর্ড কর্মকর্তাদের তাগিদ দিয়েছিলেন রমিজ। এদিকে ভবিষ্যতে পিসিবি আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী হলে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ আয়োজন করা হবে না বলে খোঁচা দিয়েছেন তিনি।


পাকিস্তানের বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার বলেন, ‘যদি আমাদের ক্রিকেটের অর্থনীতি শক্তিশালী হয় তাহলে আমরা ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে খেলব না। সেরা ক্রিকেট দল এবং সেরা ক্রিকেট অর্থনীতি গড়ে তোলা আমাদের বড় চ্যালেঞ্জ।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball