promotional_ad

সুযোগ কাজে লাগিয়ে সন্তুষ্ট রয়

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গত সোমবার (২৭ সেপ্টেম্বর) রাজস্থান রয়্যালসের বিপক্ষে দলকে জয় পাইয়ে দিতে সাহায্য করেছেন সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার জেসন রয়। সাধারণত ডেভিড ওয়ার্নারকেই দেখা যায় হায়দরাবাদের ওপেনার হিসেবে। এবার অফফর্মের কারণে ওয়ার্নার বাদ পড়ায় এবং হায়দরাবাদের প্লে-অফ স্বপ্ন অনেকটা বাতিল হয়ে যাওয়ায় একাদশে সুযোগ পান রয়। দলকে জিতিয়ে দারুণ উচ্ছ্বসিত ইংল্যান্ডের এই ওপেনার।


নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৬৪ রান করে রাজস্থান। জবাবে নয় বল হাতে থাকতে সাত উইকেটে ম্যাচটি জিতে নেয় হায়দরাবাদ। ৪২ বলে আটটি চার ও একটি ছক্কায় ৬০ রান করেন রয়। ম্যাচসেরাও ???ির্বাচিত হন তিনি।


promotional_ad

রয় বলেন, 'দারুণ খুশি হয়েছি। সানরাইজার্স সুযোগ দেয়ায় কৃতজ্ঞ। আমি অনুশীলন করেছি, লম্বা সময় অপেক্ষাও করেছি। এই পুরস্কারের জন্য কৃতজ্ঞ। আমরা আজ ভালো খেলেছি। আমাকে কয়েকটা দিকে নজর দিতে হয়েছে। সেভাবে আগ্রাসী খেলতে পারিনি। দলকে জয়ের কাছে নিয়ে যেতে চেয়েছিলাম।'


রয় আরও বলেন, 'সাহা আমাকে দারুণ সঙ্গ দিয়েছে। সে আমাকে আমার মতো খেতে দিয়েছে। আসর আমাদের জন্য কঠিন ছিল, কিন্তু আজ আমরা ভালো একটি লক্ষ্য অতিক্রম করতে পেরেছি যা দারুণ। আমাকের ব্যাসিকে (মূল বিষয়ে) ফিরে যেতে হবে।'


এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সময়টা একেবারেই ভালো কাটেনি সানরাইজার্স হায়দরাবাদের। আসরে মাত্র দুটি জয় তুলে নিয়েছে তারা। সংযুক্ত আরব আমিরাত পর্বে এবারই জয়ের দেখা পেয়েছে তারা।


আসরে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে কেন উইলিয়ামসনের দল। প্লে অফের আগে সবগুলো দলেরই বাকি আছে চারটি করে ম্যাচ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball